আরও কমল GPF-এ সুদের হার, সরকার কর্মচারীদের সঞ্চয়ে বড় কোপ কেন্দ্রের

আরও কমল GPF-এ সুদের হার, সরকার কর্মচারীদের সঞ্চয়ে বড় কোপ কেন্দ্রের

নয়াদিল্লি:  সরকার কর্মচারীদের সঞ্চয়ে বড় ধাক্কা৷ জেনারেল প্রভিডেন্ট ফান্ড নিয়ে প্রথম তিন মাসের সুদের হার কমাল কেন্দ্র৷ ১ এপ্রিল থেকে ৩০ জুন পর্যন্ত জিপিএফে ৭.১ শতাংশ হারে সুদ পাওয়া যাবে বলে জানানো হয়েছে৷ জেনারেল প্রভিডেন্ট ফান্ড বা জিপিএফ এমন একটা প্রভিডেন্ট ফান্ড যা শুধুমাত্র সরকারি কর্মচারীরাই খুলতে পারেন৷ কিন্তু জানেন কি, কবে থেকে এই ফান্ডের সুবিধা ভোগ করা যায়? 

নিয়ম অনুযায়ী, টানা এক বছর চাকরির পর সকল অস্থায়ী সরকারি কর্মচারী জিপিএফ-এর সুবিধা পেয়ে থাকেন৷ অন্যদিকে, সকল স্থায়ী সরকারি কর্মচারি এবং পুনরায় কাজে যোগ দেওয়া সকল পেনশনভোগী কর্মচারীদের জন্য জিপিএফ অ্যাকাউন্ট খোলা বাধ্যতামূলক৷

জেনারেল প্রভিডেন্ট ফান্ডের বিষয়টি রয়েছে ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড পেনশনার্স ওয়েলফেয়ারের অধীনে৷ এটি এক ধরণের পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ) অ্যাকাউন্ট৷ শুধুমাত্র সরকারি কর্মচারীরাই এই অ্যাকাউন্টের সুবিধা পেয়ে থাকে৷  এই পিপিএফ অ্যাকাউন্টে সরকারি কর্মচারীদের তাঁদের বেতনের একটি নির্দিষ্ট অংশ জমা দিতে হয়৷ চাকরি জীবনে সঞ্চিত সমগ্র অর্থ অবসরের পর কর্মীদের হাতে তুলে দেওয়া হয়৷ নির্দিষ্ট সময় অন্তর জিপিএফ-এর সুদের হার সংশোধন করা হয়৷ 

২০২০-২১ অর্থবর্ষে এই ফান্ডের অন্তর্ভুক্ত সকল সরকারি কর্মচারি ১ এপ্রিল ২০২০ থেকে ৩০ জুন ২০২০ পর্যন্ত  জিপিএফ ও অন্যান্য ফান্ডে ৭.১ শতাংশ হারে সুদ পাবেন বলে জানানো হয়েছে৷  যে সুদের হার আসলে ৭,৯ শতাংশ৷  সরকারি কর্মচারীরা নিজেদের বেতনের ১৫ শতাংশ পর্যন্ত এই প্রকল্পে জমা রাখতে পারেন ৷

জিপিএফ-এর সবচেয়ে বড় বৈশিষ্ট্য এই সঞ্চয় থেকে জিপিএফ অ্যাডভান্স বলে একটি জিনিস হয়৷ এই সঞ্চয় থেকে সেই টাকা নিলে তাতে কোনও সুদ দিতে হয় না৷ এই লোনের টাকা মাসিক কিস্তিতে শোধ করে দিতে পারেন সরকারি কর্মচারীরা৷ নিজের চাকরি জীবনে প্রয়োজন অনুযায়ী এই ফান্ড থেকে লোন নিতে পারেন কর্মীরা৷

জেনারেল ফান্ডের মতো আরও কতগুলি ফান্ড রয়েছে ভারতে৷ সেগুলি হল-

  • জেনারেল প্রভিডেন্ট ফান্ড (সেন্ট্রাল সার্ভিসেস)
  • কনট্রিবিউটারি ফান্ড
  • অল ইন্ডিয়া সার্ভিসেস প্রভিডেন্ট ফান্ড
  • স্টেট রেলওয়ে প্রভিডেন্ট ফান্ড
  • জেনারেল প্রভিডেন্ট ফান্ড (ডিফেন্স সার্ভিসেস)
  • ইন্ডিয়ান অর্ডন্যান্স ডিপার্টমেন্ট প্রভিডেন্ট ফান্ড
  • ইন্ডিয়ান নাভাল ডকইয়ার্ড ওয়ার্কমেনস প্রভিডেন্ট ফান্ড
  • ডিফেন্স সার্ভিসেস অফিসার্স প্রভিডেন্ট ফান্ড
  • আর্মড ফোর্স পার্সোনেল প্রভিডেন্ট ফান্ড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − one =