লখনউ: তাঁরা কাশ্মীরী। এই অপরাধে প্রকাশ্যে বেদম মারা হল তাঁদের। বুধবার গেরুয়া পোষাক পরা একজন লখনউয়ে এই হামলা চালিয়েছে। তাঁরা কাশ্মীর থেকে আসা ড্রাইফ্রুট বিক্রেতা। তাঁদের গালাগালি কার হয়, চড় মারা হয়, লাঠি দিয়ে বেদম মারা হয়। আশপাশের লোকজন এস তাঁদের বাঁচান।
ডাকা হয় পুলিশকেও। উত্তরপ্রদেশের রাজধানীর ডালিগঞ্জ এলাকার এই ঘটনার ভিডিও সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আক্রমণকারীদের একজন, বজরং সোনকারকে গ্রেফতার করা হয়েছে। আরেকজন অমর মিশ্র পলাতক। কেন তারা হামলা চালিয়েছে জনাতে চাওয়া হলে সোনকারর জবাব, ওরা কাশ্মীরী, তাই। ওরা কাশ্মীরে পাথর ছোঁড়ে। কাশ্মীরীরা তাঁদের আধার কার্ড দেখালেও মারের হাত থেকে রেহাই পাননি। পুলওয়ামার ঘটনার পর থেকেই দেশের বিভিন্ন রাজ্য থেকে কাশ্মীরীজের ওপর অত্যাচারের খবর আসছে।