রামমন্দির উদ্বোধনে অযোধ্যায় চাঁদের হাট, আমন্ত্রিত প্রায় গোটা বলিউড, বাদ কেন এই তিন মহাতারকা?

রামমন্দির উদ্বোধনে অযোধ্যায় চাঁদের হাট, আমন্ত্রিত প্রায় গোটা বলিউড, বাদ কেন এই তিন মহাতারকা?

bollywood

লখনউ: প্রায় শেষ লগ্নে পৌঁছে গিয়েছে অযোধ্যায় রামমন্দির তৈরির কাজ৷ এখন শুধুই রামলালার মন্দির উদ্বোধনের অপেক্ষা৷ শুরু কাউন্টডাউন৷ আগামী ২২ জানুয়ারি রামমন্দির উদ্বোধনের কথা ঘোষণা করা হয়েছে। মন্দিরের গর্ভগৃহে প্রতিষ্ঠিত হবে ‘রামলালা বিরাজমান’-এর বিগ্রহ। উত্তেজনায় টগবট করছে গোটা অযোধ্যানগরী৷ চারিদিকে সাজোসাজো রব৷ তবে শুধু অযোধ্যা নয়, অপেক্ষার প্রহর গুনছে গোটা দেশ৷ রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠান নিয়ে ভক্ত শিবিরে চলছে জোর চর্চা৷ 

২২ জানুযারি অযোধ্যায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ রাজনৈতিক ব্যক্তিত্বের পাশাপাশি ওই দিনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন একঝাঁক বলিউড তারকা ও নামিদামী ক্রিকেটার৷ এক কথায় রাম জন্মভূমিতে বসবে চাঁদের হাঁট৷  এ ছাড়াও দেশের বিভিন্ন প্রান্ত থেকে অনুষ্ঠানে সামিল হবেন প্রভু শ্রীরামের ভক্তরা। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে এখন থেকেই অযোধ্যায় আসতে শুরু করেছেন তাঁরা৷ কিন্তু জানেন কি রামমন্দির উদ্বোধনের অনুষ্ঠানে আসার জন্য কোন তারাকারা আমন্ত্রণ পেয়েছেন? তালিকাটা কিন্তু বেশ দীর্ঘ৷ বলিউডের প্রথম সারির তারকাদের মধ্যে থাকছেন- অমিতাভ বচ্চন, অনুপম খের, রণবীর কাপুর,আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, অক্ষয় কুমার, দক্ষিণী তারকা রজনীকান্ত, যশ ও প্রভাস৷ এমনকি, এখনও পর্যন্ত বড় পর্দা এবং ছোট পর্দায় যাঁরাই রামের চরিত্রে অভিনয় করেছেন, তাঁদের সকলকেই অমন্ত্রণ জানানো হয়েছে। কিন্তু, বলিউডের তিন খান? তাঁরা কি ডাক পেলেন?

রামমন্দির উদ্বোধনের দিন অযোধ্যায় যে জনজোয়ার আসতে চলেছে, সে সম্পর্কে ওয়াকিবহাল উত্তরপ্রদেশ প্রশাসন। বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টে দাবি করা হয়েছে, শহরের বেশির ভাগ হোটেলেই তিন দিনের জন্য বুকিং হয়ে গিয়েছে৷  অর্থাৎ, ২১ থেকে ২৩ জানুয়ারি অযোধ্যার হোটেলগুলিতে ঘর ফাঁকা নেই বললেই চলে৷  

উদ্বোধনের দিন অযোধ্যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তো থাকছেনই, উপস্থিত থাকবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ-সহ দেশ-বিদেশের নামীদামি ব্যক্তিত্ব। আমন্ত্রণ জানানো হয়েছে অবিজেপি রাজনৈতিক দলের নেতৃবৃন্দকেও৷ থাকবেন  মুকেশ আম্বানি, গৌতম আদানি, রতন টাটার মতো শিল্পপতিরাও৷ আমন্ত্রিত কিংবদন্তি ক্রিকেটার শচীন তেন্ডুলকর, বিরাট কোহলিরাও৷ রাম মন্দির ট্রাস্ট সূত্রে জানা গিয়েছে, মন্দির উদ্বোধনে আমন্ত্রিত আট হাজারের কাছাকাছি মানুষ। এঁদের মধ্যে ৩ হাজার রয়েছেন বিশিষ্টজন। তবে বলিউডের তিন খান— শাহরুখ, সলমন এবং আমির আদৌ ডাক পেয়েছেন কি না, সেই বিষয়ে নিশ্চিত কোনও তথ্য এখনও জানা যায়নি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =