khan sir
পাটনা: যারা ইউটিউব দেখেন বা সোশ্যাল মিডিয়ার সঙ্গে তাল রাখেন তারা ‘খান স্যার’কে চেনেন না এটা হতেই পারে না। অবশ্য এখন তাঁকে চিনতে শুধু সোশ্যাল মাধ্যমের ওপর ভরসা না করলেও হবে, তিনি এখন সর্বজনবিদিত। বিহারের পাটনার এই বিখ্যাত খান স্যার রাখিতে একটি বিশ্বরেকর্ড করে ফেলেছেন। একসঙ্গে প্রায় ৭ হাজার রাখি পরানো হয়েছে তাঁকে। সেই ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। অনেক অনুরাগীর মতে, এত রাখি একসঙ্গে এর আগে কেউ পরেনি, তাই এটা বিশ্বরেকর্ড।
কম বেশি দশ হাজার পড়ুয়া পড়ে খান স্যরের টিউশন ক্লাসে। তিনি ইউটিউব চ্যানেলের দ্বারা তাঁর কোচিং ভিডিও শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায়। সেখানের ভিউয়ের সংখ্যাও নেহাত কম নয়। সম্প্রতি টিভি চ্যানেলের জনপ্রিয় অনুষ্ঠানে এসেও নিজেদের পরিচিতি বাড়িয়েছেন এই খান স্যার। তাঁর পড়ানোর ধরন, পড়ুয়াদের সঙ্গে মিশে যাওয়া, বোঝানো সবকিছুকেই মানুষ আপন করে নিয়েছে। রাখির দিন ক্লাসের ফাঁকেই তাঁকে রাখি পরানোর উদ্যোগ নেওয়া হয়েছিল পড়ুয়াদের তরফে। সব পড়ুয়ার রাখি মিলিয়ে সংখ্যাটা ছাড়িয়ে যায় সাত হাজার। ইউটিউবে রাখি পরার অভিজ্ঞতা ভাগ করে নেন খোদ খান স্যার। ক্যামেরার সামনে নিজের হাত তুলেও দেখান খান স্যর। দেখা যায়, হাতের কবজি থেকে কনুই রাখিতে ভরাট।