পাটনা: উইলিয়াম শেক্সপিয়র তাঁর বিখ্যাত বই ‘রোমিও অ্যান্ড জুলিয়েট’-এ লিখেছিলেন ‘নাম কী আসে যায়?’ সত্যি কি তাই? অন্তত ভারতীয় সংস্কৃতিতে এই উক্তি অনেকটাই বেমানান৷ কারণ এখানে নামে অনেক কিছু আসে যায়৷ নামের সঙ্গে জড়িয়ে থাকে মানুষের ‘ধর্মীয়’ পরিচয়৷ এই নামেই জড়িয়ে বিতর্ক!
আরও পড়ুন- যশ পরবর্তী পরিস্থিতি নিয়ে মুখোমুখি মোদী-মমতা, চর্চা বাড়িয়ে বৈঠকে থাকছেন রাজ্যপাল
সম্প্রতি এই নাম নিয়েই বিকর্ক দানা বেঁধেছে৷ বিহারে ছাত্রছাত্রীদের মধ্যে দারুণ জনপ্রিয় ‘খান স্যার’৷ জেনারেল সায়েন্সের খুব জটিল বিষয়ও অতি সহজে ছাত্রদের বুঝিয়ে দেন তিনি৷ ইউনিক টিচিং স্টাইলের জন্যই তিনি এত জনপ্রিয়৷ ইউটিউবে তাঁর একটি চ্যানেল রয়েছে৷ যার নাম ‘খান জিএস রিসার্চ সেন্টার’৷ আর এই চ্যানেলটিই এখন চর্চার কেন্দ্রে৷ গত কয়েক সপ্তাহ ধরে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ড হয়ে গিয়েছেন এই খান স্যার৷ কিন্তু হঠাৎ কেন ট্রেন্ডে তিনি? অনেকের মনেই এই প্রশ্ন উঠেছে৷
খান স্যারের ইউটিউব চ্যানেল ‘খান জিএস রিসার্চ সেন্টার’-এ মূলত প্রতিযোগিতায়মূলক পরীক্ষার প্রস্তুতি নেওয়া পড়ুয়াদের জেনারেল সায়েন্স পড়ান তিনি৷ তাঁর সাবক্রাইবার সংখ্যা ৯২ লক্ষ৷ ভোজপুরী, মৈথিলি ভাষায় মজাদার উপায়ে তাঁর পড়ানোর শৈলী পড়ুয়াদের মন কেড়েছে৷ কিন্তু কেন ট্রেন্ডিং হলেন খান স্যার?
গত ২৪ এপ্রিল খান স্যার তাঁর ইউটিউব চ্যানেলে একটি ভিডিয়ো শেয়ার করেন৷ সেখানে ফ্রান্স-পাকিস্তান সম্পর্কে ছাত্রছাত্রীদের পড়ান তিনি৷ সেখানে তিনি বলেন ১১ থেকে ২০ এপ্রিল পাকিস্তানে গণবিক্ষোভ হয়৷ মূলত ফরাসি রাষ্ট্রদূতকে বহিষ্কার করা নিয়েই এই আন্দোলন হয়েছিল৷ এই ভিডিয়োটি ভাইরাল হয়ে যায়৷ এখানে খান স্যারের কিছু মন্তব্য নিয়ে বিতর্ক সৃষ্টি হয়৷ নেটিজেনরা দু’ভাগে বিভক্ত হয়ে যায়৷ এরপরেই #ReportKhanSir ট্রেন্ড করা শুরু হয় টুইটারে।
অনেক ইউজার এই ভিডিয়োটির তীব্র সমালোচনা করে বলেছিলেন খান স্যার ইসলাম বিরোধী৷ অনেকে আবার বলেন, খান স্যার মুসলিমদের বিরোধিতা করছেন৷ এর পরেই তাঁর আসল নাম জানার হিড়িক পড়ে৷ তাঁর নাম-পরিচয় খুঁজতে গিয়ে যানা যায়, খান স্যারের আসল নাম অমিত সিং৷ রাখী উৎসবের তাঁর কিছু ছবিও প্রকাশ্যে আসে৷ কেউ আবার বলেন, তাঁর নাম ফৈজাল খান৷
এরই মধ্যে একটি ভিডিয়ো আপলোড করেন খান স্যার৷ তিনি জানান, তাঁর ধর্ম হিন্দুস্তানী এবং তিনি উত্তরপ্রদেশের গোরক্ষপুরের বাসিন্দা৷ তিনি আরও বলেন, ‘‘খান মেরা নাম নেহি হ্যায়, টাইটেল হ্যায়’’৷ তবে খান স্যারকে নিয়ে বিতর্ক চলছেই৷