কেরালা: সবরিমালা মন্দিরে দুই ৫০ অনুর্ধ্ব মহিলা বিন্দু ও কণকদূর্গা প্রবেশ করার পরই প্রতিবাদের নামে বিজেপি, আর এসএস সহ কিছু সাম্প্রদায়িক দল বনধ ও প্রতিবাদের নামে রাজ্য জুড়ে তান্ডব চালায়। বুধবার মন্দিরে দুই মহিলা প্রবেশ করার পরই রাজ্য জুড়ে দুইদিনের বনধের ডাক দেয় বিজেপি। সেই সঙ্গে কংগ্রেস সমর্থিত হিন্দু ঐক্য বেদী বনধের ডাক দেয় শুধু বৃহষ্পতিবার। এই দুই দলের কর্মী সমর্থকরা এদিন প্রতিবাদের নামে রাস্তায় সাধারণ মানুষকে আক্রমন করে, গাড়ি ভাংচুর, গণমাধ্যমকে আক্রমণের পাশাপাশি কোঝিকোড়, পালাক্কাদ ও কাসারগদে রাস্তা অবরোধ করে। শনিবারও রাজ্য জুড়ে ঘটল এরকমই কিছু বিচ্ছিন্ন ঘটনা। সিপিআই(এম) বিধায়ক এ এন সামসি ও দলের প্রাক্তণ কান্নুর জেলা সেক্রেটারির ঘরের ভেতোরে হাত বোমা ছুড়ে দেয় একদল দুষ্কৃতী।
সবরিমালা ইস্যুতে ফের উত্তাল কেরালা, দেদার বোমাবাজির ঘটনা
কেরালা: সবরিমালা মন্দিরে দুই ৫০ অনুর্ধ্ব মহিলা বিন্দু ও কণকদূর্গা প্রবেশ করার পরই প্রতিবাদের নামে বিজেপি, আর এসএস সহ কিছু সাম্প্রদায়িক দল বনধ ও প্রতিবাদের নামে রাজ্য জুড়ে তান্ডব চালায়। বুধবার মন্দিরে দুই মহিলা প্রবেশ করার পরই রাজ্য জুড়ে দুইদিনের বনধের ডাক দেয় বিজেপি। সেই সঙ্গে কংগ্রেস সমর্থিত হিন্দু ঐক্য বেদী বনধের ডাক দেয় শুধু