কেরলে সোনা পাচারকাণ্ডে উঠল মুখ্যমন্ত্রীর দপ্তরের নাম, অস্বস্তিতে বাম সরকার

কেরলে সোনা পাচারকাণ্ডে উঠল মুখ্যমন্ত্রীর দপ্তরের নাম, অস্বস্তিতে বাম সরকার

তিরুবনন্তপুরম:  কেরলে বড়সড় সোনা পাচার চক্রের হদিশ পাওয়া গেল। ৩০ কেজি সোনা পাচারের ঘটমায় জড়িয়ে গেল মুখ্যমন্ত্রী পিনরাই বিজয়নের নাম।  ঘটনার জেরে কেরলের রাজ্য রাজনীতি উত্তাল। পরিস্থিতি সামাল দিতে পিনরাই বিজয়ন তাঁর সচিবকে সরিয়ে দিয়েছেন। তারপরেও বিতর্ক ধামাচাপা দেওযা যাচ্ছে না। সিবিআই তদন্তের দাবি জানিয়েছে কংগ্রেস।

কেরলে তথ্য প্রযুক্তি দপ্তরের পাশাপাশি পিনরাই বিজয়নের প্রধান সচিব ছিলেন এস শিবশঙ্কর।  বিরোধীদের অভিযোগ তিনি সোনা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন। বিরোধীদের চাপে বিজয়ন মঙ্গলবারই শিবশঙ্করকে সচিবের পদ থেকে সরিয়ে দিয়েছেন। তবে তিনি শিবশঙ্করের এই পাচারে যুক্ত থাকার ঘটনা অস্বীকার করেছেন। এই সোনা পাচারে অপর এক অভিযুক্ত সরিথ কুমারকে পুলিশ গ্রেপ্তার করেছে।  তাঁকে ১৫ দিনের পুলিশি হেপাজতের নির্দেশ দেওয়া হয়েছে। রিথ কুমার আগে তিরুবনন্তপুরমে সংযুক্ত আরব আমিরশাহির কনস্যুলেটের জনসংযোগ অফিসার ছিলেন। এছাড়াও স্বপ্না সুরেশ নামে এক মহিলার এই পাচার কাণ্ডে জড়িত আছে বলে মনে করা হচ্ছে।

কারণ তিনি বিমানবন্দরে সোনা ভর্তি ব্যাগটি নিজের বলে দাবি করেছিলেন।  তিনিও তিরুবনন্তপুরমে সংযুক্ত আরব আমিরশাহির কনস্যুলেটের কর্মী ছিলেন বলে জানা গিয়েছে।
বিরোধী নেতা নেতা রমেশ চেন্নিথালা সিবিআই তদন্তের দাবি করেছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তিনি এই বিষয়ে চিঠি লিখেছিলেন। সেখানে তিনি জানান, তিরুবনন্তপুরমে সংযুক্ত আরব আমিরশাহির কনস্যুলেটে যে বিশেষ সুযোগ সুবিধা দেওয়া হয়, তার অপব্যবহার করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + 20 =