কেজরি এখন দিল্লির ‘নায়ক’!  অনিল পোস্টারে মুখ ঢাকল রাজধানী

কেজরি এখন দিল্লির ‘নায়ক’!  অনিল পোস্টারে মুখ ঢাকল রাজধানী

নয়াদিল্লি:  রবিবার নির্ধারিত সময় সময়েই তৃতীয়বার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেন অরবিন্দ কেজরিওয়াল। কেজরিওয়ালের পাশাপাশি তাঁর মন্ত্রিসভার আরও ছয় সদস্য শপথ গ্রহণ করেন। জানা গিয়েছে আগের মন্ত্রিসভা অপরিবর্তিত রয়েছে। তবে আরও ছয় সদস্যকে মন্ত্রিসভার সঙ্গে যুক্ত হন বলে জানা গিয়েছে। 

রবিবার শপথ গ্রহণ উপলক্ষে দিল্লির রামলীলা ময়দানে মানুষের ঢল ছিল চোখে পড়ার মতো। আপ সমর্থকরা নায়কের অনিল কাপুরের সঙ্গে কেজরিওয়ালের তুলনা করে পোস্টারও তৈরি করেন। রবিবার রামলীলা ময়দান সেই পোস্টারে ভরা ছিল। কোনও রাজ্যের নেতৃত্বকে কেজরিওয়াল তাঁর শপথগ্রহণ অনুষ্ঠানে ডাকেননি। এই দিনের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন বাসচালক, অটো চালক থেকে শুরু করে দিল্লির বিভিন্ন স্কুলের শিক্ষক ও অশিক্ষক কর্মচারীরা। তিনি যেন বোঝাতে চেয়েছেন, তিনি দিল্লির মুখ্যমন্ত্রী। তাই দিল্লির মুখ্যমন্ত্রীর শপথ গ্রহণে নিমন্ত্রিতদের তালিকায় থাকবেন দিল্লির সাধারণ জনগণ। তবে তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই শপথ গ্রহণ অনুষ্ঠানে  নিমন্ত্রিত করেছিলেন। কিন্তু কাশির একটি অনুষ্ঠানে তিনি যোগ দেন। সেই কারণে আসতে পারেননি কেজরিওয়ালের শপথ গ্রহণ অনুষ্ঠানে। তাঁর নামাঙ্কিত চেয়ার এদিন ফাঁকাই ছিল।  

এদিন শপথগ্রহণের পর দিল্লিবাসীর উদ্দেশে আম আদমি পার্টির জয়কে উৎসর্গ করেন কেজরিওয়াল। মঞ্চে দাঁড়িয়ে দিল্লিবাসীকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, ‘আপনারা ভারতবর্ষে এক নতুন ধারার রাজনীতির জন্ম দিয়েছেন। যেখানে কাজের নিরিখে রাজনীতি হবে, ধর্মীয় ভেদাভেদ-হিংসার রাজনীতি নয়।’ দিল্লির ২ কোটি মানুষকে নিজের পরিবারের সদস্য বলে জানিয়েছেন, ‘আমি সবার মুখ্যমন্ত্রী। আম আদমি পার্টির মতো আমি বিজেপি-কংগ্রেসের কর্মীদেরও মুখ্যমন্ত্রী। আমি কোনও দল বা রং দেখি না। আমি সবার জন্য, সবাইকে নিয়ে কাজ করতে চাই।’ এদিন তিনি বিরোধীদের কটাক্ষের জবাব দিয়ে বলেন, আমাকে যাঁরা খারাপ ভাষায় আক্রমণ করেছেন, তাঁদের আমি ক্ষমা করে দিয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *