কাশ্মীরিরা খাঁচায় বন্দি, শাহকে মেহবুবার মেয়ে

কাশ্মীর: সাত দশকের ব্যবস্থা রাতারাতি বাতিল করেছে কেন্দ্র৷ কাশ্মীর থেকে উঠে গিয়েছে ৩৭০ ধারা৷ পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্রীয় শাসিক একালায় পরিচয় পেয়েছে কাশ্মীর ও লাদাখ৷ আশান্তির আঙ্কায় বন্ধ ইন্টারনেট৷ কোথায় কোথায় টেনি যোগাযোগ খোলা হয়েছে৷ ধীরে ধীরে ছন্দে ফিরছে ভূস্বর্গ৷ কিন্তু, পরিস্থিতি স্বভাবিক হলেও রাজনীতির ময়দান থেকে কমছে না উত্তাপ৷ কাশ্মীর ইস্যুতে রাজনৈতিক উত্তাপ

কাশ্মীরিরা খাঁচায় বন্দি, শাহকে মেহবুবার মেয়ে

কাশ্মীর: সাত দশকের ব্যবস্থা রাতারাতি বাতিল করেছে কেন্দ্র৷ কাশ্মীর থেকে উঠে গিয়েছে ৩৭০ ধারা৷ পূর্ণ রাজ্যের মর্যাদা হারিয়ে কেন্দ্রীয় শাসিক একালায় পরিচয় পেয়েছে কাশ্মীর ও লাদাখ৷ আশান্তির আঙ্কায় বন্ধ ইন্টারনেট৷ কোথায় কোথায় টেনি যোগাযোগ খোলা হয়েছে৷ ধীরে ধীরে ছন্দে ফিরছে ভূস্বর্গ৷ কিন্তু, পরিস্থিতি স্বভাবিক হলেও রাজনীতির ময়দান থেকে কমছে না উত্তাপ৷ কাশ্মীর ইস্যুতে রাজনৈতিক উত্তাপ বাড়িয়ে এবার খোদ স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে বিঁধলেন  মেহবুবার-কন্যা৷

মেহবুবা মুফতির কন্যা ইলতিজা জাভেদ অমিত শাহকে বিঁধে জানিয়েছেন, কাশ্মীরিরা এখন  খাঁচায় বন্দি পাখি৷ মেহবুবা মুফতির গ্রেপ্তারির প্রতিবাদে ইলতিজার মন্তব্য, মায়ের মতো তিনিও বাড়িতে বন্দি অবস্থায় রেয়েছেন৷ গৃহবন্দি থাকা সত্ত্বেও তাঁকে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে বলেও অভিযোগ করেছেন তিনি৷ অমিত শাহ কাশ্মীদের খাঁচায় বন্দি মানবাধিকার অধিকার ছিনিয়ে নিয়েছেন বলেও অভিযোগ তোলেন তিনি৷

অমিত শাহকে চিঠি লিখে ইলতিজা আরও জানিয়েছেন, তিনি তো কোনও রাজনীতি করেন না৷ তাও তাঁকে কেন গৃহবন্দি করে রেখা হয়েছে? কেন তাঁকে গৃহবন্দি অবস্থায় পড়ে থাকতে হবে৷ কেন তাঁর মাকে বন্দি করে রাখা হয়েছে৷ জবাব চেয়ে অমিত শাহকে পাঠিয়েছেন বার্তা৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =