শ্রীনগর: বান্দিপোরা জেলায় তিন বছরের শিশুকে ধর্ষণের প্রতিবাদে বিক্ষোভে উত্তাল কাশ্মীর। তিন দিন আগে এই ঘটনা ঘটে সাম্বাল এলাকার ত্রেহগাঁও গ্রামে। অভিযোগের তির তাহির আহমেদ মির (২০) নামে গ্রামেরই এক তরুণের বিরুদ্ধে। শিশুটির কান্না শুনে অভিযুক্তকে হাতেনাতে ধরে ফেলেছিলেন স্থানীয়রা। পরে শিশুকন্যাটির পরিবারের অভিযোগের ভিত্তিতে ওই তরুণকে গ্রেপ্তার করে পুলিস। দায়ের হয় এফআইআর। অভিযুক্তের ফাঁসির দাবিতে তিন দিন ধরে বিভিন্ন জায়গায় প্রতিবাদ চলছিল। রবিবার সাম্বাল ছাড়িয়ে প্রতিবাদ ছড়িয়ে পড়ল গোটা উপত্যকায়।
অভিযুক্তের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবিতে এদিন শ্রীনগর-বারামুলা হাইওয়েতে অবরোধ করেন প্রতিবাদকারীরা। হাঞ্জিওয়ারা এলাকায় রাস্তার দু’দিকই আটকে দেন বিক্ষোভকারীরা। প্ল্যাকার্ড নিয়ে বিচারের দাবিতে স্লোগান দিতে থাকেন তাঁরা। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি উঠতে শুরু করেছে। নিজাম আলি নামে এক বিক্ষোভকারী বলেন, ছোট্ট শিশুটির প্রতি বিচারের দাবি জানাচ্ছি আমরা। স্কুল কর্তৃপক্ষ ছেলেটিকে নাবালক হিসেবে দেখিয়েছে। আমরা জানি, অভিযুক্ত নাবালক নয়। কড়া শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের প্রতিবাদ চলবে। ঘটনাচক্রে শনিবার সোশ্যাল মিডিয়ায় একটি ছবি প্রকাশ্যে আসে। স্থানীয় স্কুল থেকে অভিযুক্তকে নাবালক হিসেবে সার্টিফিকেট দেওয়ার এই ছবি বিক্ষোভ আরও বাড়িয়ে দেয়। বিক্ষোভকারীদের দাবি, ওই সার্টিফিকেট ভুয়ো।