বয়স মাত্র ২৫ বছর, দেশের কনিষ্ঠতম পাইলট এই কাশ্মীরি তরুণী

বয়স মাত্র ২৫ বছর, দেশের কনিষ্ঠতম পাইলট এই কাশ্মীরি তরুণী

98987e2ad19e289766516ce2e8401bcd

শ্রীনগর: নজির গড়লেন আয়েশা আজিজ। সন্ত্রাস কবলিত কাশ্মীর উপত্যকা থেকে উঠে এসে মাত্র ২৫ বছর বয়সে দেশের কনিষ্ঠতম মহিলা বিমানচালক হিসেবে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। কাশ্মীর উপত্যকার মেয়েদের কাছে তিনি এখন কার্যত রোল মডেল।

সংবাদ সংস্থা এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে আয়েশা জানিয়েছেন, “ছোটবেলা থেকেই ভ্রমণের প্রতি আগ্রহ এবং বিমানযাত্রার উত্তেজনা আমাকে এই পেশা বেছে নিতে সাহায্য করেছে। ৯টা-৫টা অফিস করার থেকে এই পেশা অনেক বেশি ঝুঁকিবহুল। অনেক মানুষের সঙ্গে পরিচয় হয়। এই কারণেই বিমানচালক হতে চেয়েছিলাম। এই পেশার কোন বাঁধাধরা গতিপথ নেই সব সময় নতুন জায়গা, নতুন আবহাওয়া ও নতুন মানুষদের সঙ্গে মানিয়ে নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়।”

মাত্র ১৫ বছর বয়সে ২০১১ সালে কনিষ্ঠতম বিমানচালক হিসেবে লাইসেন্স অর্জন করেন আয়েশা। ২০১২ সালে রাশিয়ার সোকোল বিমানঘাঁটি থেকে মিগ-২৯ জেট বিমান উড়িয়ে নজির স্থাপন করেন তিনি। এরপর বোম্বে ফ্লাইং ক্লাব থেকে উচ্চশিক্ষায় স্নাতক ডিগ্রি লাভ করেন এবং ২০১৭ সালে বাণিজ্যিক লাইসেন্স পান তিনি।

এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি আরও জানিয়েছেন, “আমার পেশায় এই সাফল্যের জন্য আমি আমার বাবা-মার কাছে কৃতজ্ঞ। তাদের অনুপ্রেরণাতেই আমি আমার স্বপ্ন সফল করতে পেরেছি।” নিজের পেশা নিয়ে আয়েশা জানিয়েছেন, “এই পেশায় মনের জোর থাকাটা খুব প্রয়োজন। সব সময় মাথায় রাখতে হয় ২০০জন যাত্রীর দায়িত্ব আমার উপরে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *