বেঙ্গালুরু: একই দিনে দুই হেভিওয়েট ব্যাক্তির করোনা সংক্রমণের খবর। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-এর পর রবিবারই গভীর রাতে নিজের করোনা সংক্রমনের খবর টুইট করে জানালেন কর্নাটকের মুখ্যমন্ত্রী বিএস ইয়েদুরাপ্পা (৭৭)। তাঁর নিজস্ব সংবাদ দাতার পক্ষ থেকে জানানো হয়েছে যে মনিপাল হাসপাতালে ভর্তি করা হয়েছে ইয়েদুরাপ্পাকে।
টুইটারে একটি সংক্ষিপ্ত পোস্টে তিনি জানিয়েছেন, যে তাঁর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ, তবে তিনি সুস্থ আছেন কিন্তু চিকিৎসকদের পরামর্শে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাঁর সংস্পর্শে আসা প্রত্যেককেই সতর্ক করেছেন। স্বাস্থ্য পরীক্ষার পাশাপাশি সেলফ আইশোলেশনে থাকার অনুরোধ জানিয়েছেন। তিনি আরও জানিয়েছেন, মে এতদিন বাড়িতে থেকেই দায়িত্ব সামলাচ্ছিলেন, তবে এবার কিছুদিনের জন্য তিনি কাজ থেকে অব্যাহতি নিচ্ছেন।
গত মাসেই তাঁর নিজের বাসভবনের অফিস 'কৃষ্ণা'য় এক কর্মচারীর করোনা সংক্রমণ ধরা পড়ে। এদিকে গত শুক্রবারই বেঙ্গালুরুতে রাজ্যপাল বিজু ভালা'র সঙ্গে সাক্ষাৎ করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী। অন্যদিকে গত মাসে করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তখন থেকেই তিনি হাসপাতালে চিকিৎসাধীন। ভালো আছেন বলেই রবিবার টুইটে জানিয়েছেন তিনি। এর আগে গত ২৫ জুলাই করোনা আক্রান্ত হন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান৷ তিনিই ছিলেন দেশের প্রথম করোনা আক্রান্ত মুখ্যমন্ত্রী৷