আজ কর্নাটকে অগ্নিপরীক্ষা, কোন পথে রাজনীতি?

কর্ণাটক: চূড়ান্ত নাটকীয়তার মধ্যেই কর্নাটকের বিদ্রোহী কংগ্রেস বিধায়ক রামলিঙ্গ রেড্ডি জানিয়ে দিয়েছেন, তিনি কংগ্রেসেই থাকছেন৷ তিনি তাঁর পদত্যাগ প্রত্যাহার করে নেবেন৷ ভোট দেবেন জোট সরকারকেই৷ তা সত্ত্বেও বাকি পদত্যাগী বিধায়করা অনড় থাকায় কংগ্রেস-জেডি এস সরকারের হতে গরিষ্ঠতার জন্য দরকারি সংখ্যা নেই৷ বৃহস্পতিবার বিধানসভায় আস্থা ভোটে সরকার বাঁচানো মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর পক্ষে প্রায় অসাধ্য৷ রামলিঙ্গকে

আজ কর্নাটকে অগ্নিপরীক্ষা, কোন পথে রাজনীতি?

কর্ণাটক: চূড়ান্ত নাটকীয়তার মধ্যেই কর্নাটকের বিদ্রোহী কংগ্রেস বিধায়ক রামলিঙ্গ রেড্ডি জানিয়ে দিয়েছেন, তিনি কংগ্রেসেই থাকছেন৷ তিনি তাঁর পদত্যাগ প্রত্যাহার করে নেবেন৷ ভোট দেবেন জোট সরকারকেই৷ তা সত্ত্বেও বাকি পদত্যাগী বিধায়করা অনড় থাকায় কংগ্রেস-জেডি এস সরকারের হতে গরিষ্ঠতার জন্য দরকারি সংখ্যা নেই৷

বৃহস্পতিবার বিধানসভায় আস্থা ভোটে সরকার বাঁচানো মুখ্যমন্ত্রী এইচ ডি কুমারস্বামীর পক্ষে প্রায় অসাধ্য৷ রামলিঙ্গকে বাদ দিলে ১২ জন কংগ্রেস এবং ৩ জন জেডিএস বিধায়ক পদত্যাগপত্র পেশ করেছেন৷ তঁদের সঙ্গে রয়েছে ২ নির্দলের সমর্থন৷ তারই মধ্যে জেডি এস বিধায়কদের সভায় হাজির থাকতে হুইপ জারি করেছেন কুমারস্বামী৷ সুপ্রিম কোর্ট বুধবারই জানিয়েছে, বিধায়কদের বিধানসভায় উপস্থিতি বাধ্যতামূলক নয়৷ পাটিগণিত এখন এমন- যদি ১৫ জন বিধায়ক না থাকেন, তবে সভায় সংখ্যা দাঁড়াচ্ছে ২১০৷ গরিষ্ঠতার সংখ্যা ১০৬৷ কিন্তু কুমারস্বামীর হাতে রয়েছে ১০২ এমএলএর সমর্থন৷ সমাজবাদী পার্টির একজন এবং মনোনীত এক সদস্যকে ধরেও সেই সংখ্যা সরকারের হাতে নেই৷ অন্যদিকে, দুই অন্য দলের বিধায়কের সমর্থনে বিজেপির হাতে ১০৭৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *