মোদী-ম্যাজিক কি ম্লান? কর্ণাটকের বুথ ফেরত সমীক্ষায় এগিয়ে কংগ্রেস

নয়াদিল্লি: বুধবার ২২৪ টি বিধানসভা আসনে ভোটগ্রহণ হয়েছে কর্ণাটকে। আগামী ১৩ মে সেই ভোটের ফলাফল। কী হবে এই ভোটে? বিজেপি কি ছক্কা হাঁকাতে পারবে, না দৌড়ে এগিয়ে যাবে কংগ্রেস? আপাতত তা নিয়ে বিরাট আলোচনা চলছে। এই পরিস্থিতিতে বুথ ফেরত সমীক্ষা কিন্তু বড় ফ্যাক্টর হচ্ছে। কারণ তাদের অধিকাংশ বলছে, কংগ্রেস বাজিমাত করতে পারে। তাহলে কি মোদী-ম্যাজিক ম্লান হল বিজেপির জন্য? উঠছে প্রশ্ন।
এবিপি সি-ভোটার বলছে, কর্ণাটকে বিজেপি পেতে চলেছে ৮৩ থেকে ৯৫টি আসন। আর কংগ্রেস ১০০ থেকে ১১২টি। জেডিএস ২১ থেকে ২৯ আসনেই সীমাবদ্ধ থাকতে পারে। অন্যদিকে, জি নিউজ মাট্রিজ দাবি করছে, বিজেপি পেতে চলেছে ৭৯ থেকে ৯৪টি আসন। আর কংগ্রেস ১০৩ থেকে ১১৮টি। জেডিএস ২১ থেকে ৩৩টি আসন পেতে পারে। আবার রিপাবলিক মার্কের দাবি, বিজেপি পেতে চলেছে ৮৫ থেকে ১০০টি আসন। আর কংগ্রেস ৯৪ থেকে ১০৮টি। জেডিএস ২৪ থেকে ৩২টি আসন। এতএব বোঝাই যাচ্ছে, কংগ্রেসের পাল্লা আপাতত এক্সিট পোলে ভারী আছে। যদিও সমীক্ষার ফল যে আসল ফলের সঙ্গে মিলবে তা কখনই বলা সম্ভব নয়।
আসনের মতো কংগ্রেস ভোট শতাংশও এবার বাড়বে বলে ধারণা করা হচ্ছে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া বুথফেরত সমীক্ষা বলছে, কর্ণাটকে কংগ্রেস ৪৭ শতাংশ ভোট পেতে পারে। ৩৬ শতাংশ ভোট পেতে পারে বিজেপি। বিভিন্ন ক্ষেত্র ভাগ করেও সমীক্ষা করা হয়েছে। যেমন বেঙ্গালুরু অঞ্চলে কংগ্রেস পেতে পারে ৪৪ শতাংশ ভোট। বিজেপি ৩৮ শতাংশ। ওদিকে, হায়দরাবাদ কর্ণাটকেও ঝড় তুলতে পারে কংগ্রেস।