বাইজু’সের কাছে ৩০০ মিলিয়ন ডলারে নিজের স্টার্টআপ বেচলেন এই যোগা শিক্ষক

বাইজু’সের কাছে ৩০০ মিলিয়ন ডলারে নিজের স্টার্টআপ বেচলেন এই যোগা শিক্ষক

 

বেঙ্গালুরু:  ৩০০ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে এডুকেশন টেকনোলজি প্ল্যাটফর্ম বাইজু’স- দা লার্নিং অ্যাপের কাছে নিজের স্টার্টআপ সংস্থা হোটাইটহ্যাট জুনিয়র (WhiteHat Jr ) বেচে দিলেন করণ বাজাজ৷ এটি দেশের এড-টেক স্পেসের বৃহত্তর চুক্তি৷ 

২০১৮ সালে হোয়াইট হ্যাট জুনিয়র প্রতিষ্ঠা করেছিলেন ডিসকভারি নেটওয়ার্কস ইন্ডিয়ার প্রাক্তন সিইও করণ বাজাজ৷ তাঁর হোয়াইটহ্যাট জুনিয়র হল একটি অনলাইন কোডিং প্ল্যাটফর্ম৷ এটি মূলত ৬ থেকে ১৪ বছরের শিশুদের জন্য তৈরি করা হয়েছে৷ সংস্থাটির বয়স মাত্র ২০ মাস৷ তবে এর মধ্যেই ১১ মিলিয়ন ডলার লাভ হয়েছে তাদের৷ এই সমস্ত টাকাই ব্যাঙ্কে রয়েছে৷ বাইজুসের সঙ্গে চুক্তির পর এই সংস্থার ৪০ শতাংশ মালিকানা এখনও রয়েছে বাজাজের হাতেই৷ এই চুক্তির হাতে ধরেই এখন মাল্টি-মিলিনিয়র করণ বাজাজ৷ প্রসঙ্গত, এই স্টার্টআপটি মাত্র ১৮ মাসের মধ্যে বার্ষিক ১৫০ মিলিয়ন রান রেটে পৌঁছে গিয়েছে৷ 

 

এ সব কিছু ছাড়িয়েও ৪১ বছরের করণ বাজাজকে অনন্য করে তুলেছে তাঁর বৈচিত্রময় অতীত৷ বিআইটিএস, মেসরা এবং আইআইএম বেঙ্গালুরুর প্রাক্তন ছাত্র করণ৷ ইতিমধ্যেই লিখে ফেলেছেন তিনটি উপন্যাস৷ হোয়াইটহ্যাট জুনিয়র প্রতিষ্ঠার আগে তিনি কাজ করেছেন ডিসকভারি নেটওয়ার্কসের দক্ষিণ এশিয়ার প্রধান হিসাবে৷ পাশাপাশি তিনি একজন যোগা শিক্ষকও বটে৷ বেশ কয়েক বছর ধরে যাঁরা ঠিকানা একটি আশ্রম৷ তবে কেন তিনি নিজের স্টার্টআপ বিক্রি করলেন? তাঁর বৈচিত্রময় অতীতই তাঁকে হতাশাজনক উদ্যোক্তায় পরিণত করেছে? 

 

এর উত্তরে করণ বলেন, মাত্র ছয় সপ্তাহ আগেই বাইজুস আমার সঙ্গে যোগাযোগ করেছিল৷ সবকিছু অবিশ্বাস্য দ্রুত ঘটে যায়৷ এটি একটি বৃহৎ সংস্থা, যা একটি স্টার্টআপের স্পিরিট রাখে৷ সারা বিশ্বের কাছে নিজেদের প্রোডাক্ট পৌঁছে দেওয়ার বিষয়ে আমাদের দৃষ্টিভঙ্গী এক৷ আমাদের রয়াসন এবং দৃষ্টিভঙ্গী ভীষণই গভীর ছিল৷ তিনি আরও বলেন, আমার কখনই মনে হয়নি আমার হাত থেকে নিয়ন্ত্রণ বেরিয়ে যাচ্ছে৷ আমার লেখা হোক কিংবা ডিসকভারি চালানো হোক, অতীত অভিজ্ঞতা অনেকটাই সাহায্য করেছে৷ 

আরও পড়ুন- কী ভাবে ভাবতে হবে, সেটাই আমাদের শেখাবে নয়া শিক্ষানীতি: মোদী

আরও পড়ুন- রাম মন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপন করে সাংবিধানিক শর্ত ভেঙেছেন প্রধানমন্ত্রী: ওয়েইসি

আরও পড়ুন- বিদ্যুৎ গতিতে বাড়ছে চাহিদা, দিনে ১০ লক্ষ বিক্রি পতঞ্জলির বিতর্কিত ‘করোনিল’ ওষুধ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *