ভারতে ‘অ্যাক্টিভ’ করোনার ‘কাপ্পা’ প্রজাতি! আক্রান্ত ২

ভারতে ‘অ্যাক্টিভ’ করোনার ‘কাপ্পা’ প্রজাতি! আক্রান্ত ২

939b14ccdc3d845128a886896ac628a0

লখনউ: ডেল্টা প্রজাতি এবং ডেল্টা প্লাস প্রজাতি নিয়ে আতঙ্কের শেষ নেই, কারণ এই প্রজাতি ভারতের তৃতীয় ঢেউয়ের কারণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এবার এরই মধ্যে করোনাভাইরাস ‘কাপ্পা’ প্রজাতির হানা! জানা গিয়েছে ইতিমধ্যে এই প্রজাতির কারণে উত্তরপ্রদেশে আক্রান্ত হয়েছেন দু’জন। লখনউর কিং জর্জ মেডিকেল কলেজে এই দুজনের চিকিৎসা চলছে।

প্রশাসনের তরফে জানানো হয়েছে, উত্তরপ্রদেশের ইতিমধ্যেই শতাধিক মানুষ আক্রান্ত হয়েছেন করোনাভাইরাস ডেল্টা প্রজাতিতে। যদিও দৈনিক সংক্রমণের হার ০.০৪ শতাংশ। কিন্তু এরই মধ্যে উদ্বেগ বাড়াচ্ছে করোনার এই নতুন প্রজাতি ‘কাপ্পা’। তবে উত্তরপ্রদেশের অতিরিক্ত মুখ্য সচিব (স্বাস্থ্য) জানাচ্ছেন যে এই প্রজাতি নিয়ে ভয়ের কিছু নেই কারণ এর চিকিৎসা সম্ভব। কিন্তু যেখানেই করোনার তৃতীয় ঢেউ আসার আতঙ্ক রয়েছে সর্বোচ্চ সেখানে আবার নতুন এক প্রজাতির আক্রমণ স্বাভাবিকভাবেই আরো বেশি উদ্বেগ বাড়াচ্ছে গবেষক থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে। উল্লেখ্য, গত অক্টোবরে ভারতে করোনাভাইরাসের দু’টি নতুন প্রজাতির খোঁজ পাওয়া যায়। যার একটির নাম বি.১.৬১৭.১ (কাপ্পা) এবং বি.১.৬১৭.২ (ডেল্টা)।

আরও পড়ুন- ভারত সরকারের কৌঁসুলি পরিচয়ে প্রতারণা সনাতনের, BJP-কে চিঠি কলকাতা পুলিশের

 ‘আলফা’, ‘বিটা’, ‘গামা’, ‘ডেল্টা’, ‘ডেল্টা প্লাস’… করোনার একাধিক প্রজাতি নিয়ে সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানী, গবেষকদের চিন্তার শেষ নেই। ইতিমধ্যেই বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে যে, ‘ডেল্টা’ হল সবথেকে সংক্রামক প্রজাতি করোনা ভাইরাসের। পৃথিবীর একাধিক দেশে এই প্রজাতি ছড়িয়ে পড়েছে এবং তৃতীয় ঢেউ নাকি এই প্রজাতির জন্যই আসবে। তবে এখন আবার সকলের চিন্তা বাড়াল এই ‘কাপ্পা’ তার সঙ্গে রয়েছে করোনা অন্য এক প্রজাতি, ‘ল্যামডা’। মনে করা হচ্ছে, ‘ল্যামডা’ই হয়ে উঠেছে সবচেয়ে সক্রিয় করোনার অন্য প্রজাতিদের তুলনায়। মালয়েশিয়ার স্বাস্থ্য দফতর জানাচ্ছে, পেরু সহ দক্ষিণ আমেরিকার বেশ কয়েকটি দেশ থেকে করোনার এই নতুন রূপের সূত্রপাত হয়েছে। সেখান থেকে সব মিলিয়ে পৃথিবীর ৩০টির বেশি দেশে ছড়িয়ে পড়েছে এটি বলে দাবি করছে তারা। একই সঙ্গে দাবি করা হচ্ছে, ভ্যাকসিনের কার্যকারিতাকে অনায়াসে টেক্কা দিতে পারে এই করোনা প্রজাতি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *