মুম্বই: বছর তিনেক আগে ২০১৬ সালের ৯ সেপ্টেম্বর সোশ্যাল মিডিয়ায় নরেন্দ্র মোদির উদ্দেশে একটি ট্যুইট করে তীব্র বিতর্কের সৃষ্টি করেন বিখ্যাত কমেডিয়ান কপিল শর্মা।
এই ট্যুইটে কপিল লিখেছিলেন, গত কয়েক বছর ধরে বার্ষিক ১৫ কোটি টাকা কর দিয়েও মুম্বইয়ে নিজের অফিস তৈরি করার জন্য বৃহন মুম্বই পৌরসভার এক আধিকারিককে ৫ লক্ষ টাকা ঘুষ দিতে হবে। তারপর মোদিকে ট্যুইটে খোঁচাও দেন তিনি। সম্প্রতি ছোটপর্দায় নিজের শো চলাকালীন ‘ অন ক্যামেরা ‘ মজার ছলে তাঁর সেই ট্যুইটের জন্য মোদির কাছে ক্ষমা চেয়ে নেন তিনি। এরপর শোয়ে উপস্থিত অভিনেতা রাজকুমার রাওকে সহাস্যে বলেন এরকম ধরণের বিতর্ক থেকে দূরে থাকতে।