মন্দিরে পুজো দিয়েও হল না শেষ রক্ষা, গ্রেফতার কানপুরের গ্যাংস্টার বিকাশ

মন্দিরে পুজো দিয়েও হল না শেষ রক্ষা, গ্রেফতার কানপুরের গ্যাংস্টার বিকাশ

লখনউ: অবশেষে গ্রেফতার যোগীর রাজ্যের অন্যতম  গ্যাংস্টার বিকাশ দুবে৷ দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে থাকা মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে গ্রেফতার করে করা হয়েছে বিকাশ দুবুকে৷
 

গত শুক্রবার উত্তরপ্রদেশের কানপুরে ৮ পুলিশকর্মীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিল গ্যাংস্টার বিকাশ দুবে৷ গত ৬ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল কানপুরের এই গ্যাংস্টার বিকাশ৷ আজ উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়ে ছিলেন বিকাশ৷ মুহূর্তেই তাঁকে ঘিরে ফেলেন পুলিশকর্মীরা৷ বিকাশকে দেখে পুলিশ যখন এনকাউন্টারের প্রস্তুতি নিচ্ছে, পরিস্থিতি বেগতিক বুঝে আত্মসমর্পণ করতে চান বিকাশ৷ তখন তাঁকে গ্রেফতার করা হয়৷ এই বিকাশের খোঁজ পেতে ২০টি টিম গঠন করা হয়েছিল৷

চার রাজ্যে অভিযুক্তের সন্ধানে চলছিল তল্লাশি৷ বিকাশের সন্ধান দিলে ৫ লক্ষ টাকা ধার্য করেছিল পুলিশ৷ ঘটনার পর থেকে এখনও পর্যন্ত বিকাশের ৫ সঙ্গীকে গুলি হত্যা করেছে পুলিশ৷ এ ঘটনায় ২ পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷ আট পুলিশকর্মী খুনে অভিযুক্ত গ্যাংস্টার বিকাশ দুবেকে সাহায্য করার অপরাধে গ্রফতার করা হয়েছে পুলিশ ইন্সপেক্টর বিনয় তিওয়ারিকে৷ এই ঘটনায় আগেই বরখাস্ত করা হয়েছিল তাঁকে৷

গত শনিবারই সন্দেহ হয়েছিল সর্ষের মধ্যেই রয়েছে ভূত৷ এর পর বিনয়ের এক শাগরেদ অগ্নিহোত্রী ওরফে কাল্লুকে গ্রেফতার করার পর এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে যায়৷ জেরার মুখে কাল্লু জানায়, অভিযানে বেরোনোর আগেই থানা থেকে ফোন করে সতর্ক করা হয়েছিল বিকাশকে। তার পরেই ২৫-৩০ জনকে জড়ো করে হামলার পরিকল্পনা করে সে৷ চৌবেপুর থানার আরও এক সাব ইন্সপেক্টর কেকে শর্মাকেও গ্রেফতার করা হয়েছে৷

মঙ্গলবার রাতে হাতের নাগালে এলেও, ফের উত্তরপ্রদেশ পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায় বিকাশ দুবে৷  বুধবার ভোরে অবশ্য কিছুটা হলেও সাফল্য পায় উত্তরপ্রদেশ পুলিশ। বিকাশ দুবেকে ধরতে না পারলেও হিমাচল প্রদেশের হামিরপুরে এদিন তারা কোনঠাসা করে ফেলে তার ঘনিষ্ঠ সহযোগী অমর দুবেকে। পুলিশের সঙ্গে সংঘর্ষে মৃত্যু হয় তার৷