লখনউ: অবশেষে গ্রেফতার যোগীর রাজ্যের অন্যতম গ্যাংস্টার বিকাশ দুবে৷ দীর্ঘদিন ধরে গা-ঢাকা দিয়ে থাকা মধ্যপ্রদেশের উজ্জয়িনী থেকে গ্রেফতার করে করা হয়েছে বিকাশ দুবুকে৷
গত শুক্রবার উত্তরপ্রদেশের কানপুরে ৮ পুলিশকর্মীকে খুনের ঘটনায় মূল অভিযুক্ত ছিল গ্যাংস্টার বিকাশ দুবে৷ গত ৬ দিন ধরে পালিয়ে বেড়াচ্ছিল কানপুরের এই গ্যাংস্টার বিকাশ৷ আজ উজ্জয়িনীতে মহাকাল মন্দিরে পুজো দিতে গিয়ে ছিলেন বিকাশ৷ মুহূর্তেই তাঁকে ঘিরে ফেলেন পুলিশকর্মীরা৷ বিকাশকে দেখে পুলিশ যখন এনকাউন্টারের প্রস্তুতি নিচ্ছে, পরিস্থিতি বেগতিক বুঝে আত্মসমর্পণ করতে চান বিকাশ৷ তখন তাঁকে গ্রেফতার করা হয়৷ এই বিকাশের খোঁজ পেতে ২০টি টিম গঠন করা হয়েছিল৷
চার রাজ্যে অভিযুক্তের সন্ধানে চলছিল তল্লাশি৷ বিকাশের সন্ধান দিলে ৫ লক্ষ টাকা ধার্য করেছিল পুলিশ৷ ঘটনার পর থেকে এখনও পর্যন্ত বিকাশের ৫ সঙ্গীকে গুলি হত্যা করেছে পুলিশ৷ এ ঘটনায় ২ পুলিশ কর্মীকে গ্রেফতার করা হয়েছে৷ আট পুলিশকর্মী খুনে অভিযুক্ত গ্যাংস্টার বিকাশ দুবেকে সাহায্য করার অপরাধে গ্রফতার করা হয়েছে পুলিশ ইন্সপেক্টর বিনয় তিওয়ারিকে৷ এই ঘটনায় আগেই বরখাস্ত করা হয়েছিল তাঁকে৷
Vikas Dubey, the main accused in #KanpurEncounter case, has been arrested at a police station in Ujjain (Madhya Pradesh) pic.twitter.com/104s1YX4Pf
— ANI (@ANI) July 9, 2020