‘বিজেপিতে চলে যাব’, বিহার ভোটের আগে এ কী বললেন কানহাইয়া?

‘বিজেপিতে চলে যাব’, বিহার ভোটের আগে এ কী বললেন কানহাইয়া?

17f611ad7c65313f1c814eb04a223911

বিহার: বিজেপিতে যোগ দিতে চান সিপিআই নেতা কানহাইয়া কুমার! অবাক হলেও সিপিআইয়ের এক জনসভায় এমনই ব্যঙ্গাত্মক উক্তি করলেন কানহাইয়া৷ তিনি বলেন, বিজেপিতে যোগ দিলেই সবাই শুদ্ধ হয়ে যাচ্ছেন৷ ফলে তিনিও বিজেপিতে যোগ দিয়ে শুদ্ধ হতে চান!

তাঁর অভিযোগ, বারবার তাঁকে দেশদ্রোহী বলে দাগিয়ে দিচ্ছে বিজেপি৷ বিজেপিতে যোগ দিলেই আর সেই অভিযোগ থাকবে না বলেও শ্লেষ প্রকাশ করেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতা৷ বিহার নির্বাচনের আগে তিরিশ জন তারকা প্রচারকের নাম প্রকাশ করেছে সিপিআই৷ ডি রাজা, রামনরেশ পান্ডের মত নেতাদের পাশাপাশি সেই তালিকায় রয়েছে কানহাইয়া কুমারের নাম৷ বিভিন্ন কেন্দ্র থেকে একের পর এক মনোনয়নপত্র জমা দিচ্ছেন সিপিআইয়ের বিভিন্ন প্রার্থীরা৷ বেশীরভাগ ক্ষেত্রে সেই প্রার্থীদের সঙ্গে দেখা যাচ্ছে কানহাইয়া কুমারকে৷

নিজের বাগ্মিতার জন্য জনপ্রিয় কানহাইয়া৷ সুযোগ পেলেই বিরোধী বিজেপিকে আক্রমণ করা স্বভাবসিদ্ধ হয়ে উঠেছে তাঁর৷ বিহারের বিধানসভা নির্বাচনের আগে উত্তেজনা এখন চরমে৷ প্রতিটি রাজনৈতিক দল নিজেদের ঘর গোছাতে ব্যস্ত৷ তরুণ প্রজন্মের কাছে জনপ্রিয় কানহাইয়ার ভাষণ দিয়ে তাই বাজিমাত করতে চাইছে সিপিআই৷ এক জনসভায় কানহাইয়া দাবি করেন, ২০১৫ সালে আরজেডি, জেডিইউ, কংগ্রেসের মহাজোটকে ভোট দেয়৷ নীতিশ কুমার মুখ্যমন্ত্রী হন কিন্তু বিজেপি সেই মুখ্যমন্ত্রীকে হাইজ্যাক করে৷ তিনি আরও বলেন, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া কংগ্রেসে থাকাকালীন দোষী ছিলেন, খারাপ ছিলেন৷ কিন্তু বিজেপিতে যোগ দেওয়াকর পর থেকেই তিনি শুদ্ধ হয়ে গেছেন৷

নিজের প্রসঙ্গ টেনে এরপর তিনি বলেন, বিজেপি এরপর তাঁকে দেশদ্রোহী বললেই তিনি বিজেপিতে যোগ দেবেন আর শুদ্ধ হয়ে যাবেন৷ নিজের একান্ত ব্যঙ্গ করে কথা বলার ছলে কানহাইয়া বলেন, আগে ইভিএম হ্যাক হত আর এখন মুখ্যমন্ত্রী হ্যাক হয়৷ বিজেপির নেতৃত্বের প্রতি সরাসরি অভিযোগ তুলে বলেন, জুমলাবাজিতে আর ভোলানো যাবে না৷ জনগণকে এখন আর বোকা বানানো অত সহজ নয়৷ জনগণ এখন সব বোঝে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *