নয়াদিল্লি: জেএনইউ-এর প্রাক্তন ছাত্র নেতা তথা সিপিআই নেতা কানহাইয়া কুমার একযোগে বিজেপি এবং কংগ্রেসের সমালোচনা করে এসেছেন এতদিন ধরে। কিন্তু এবার তিনি কংগ্রেসের যোগ দিতে পারেন বলে জল্পনা ছড়িয়েছে ব্যাপকভাবে। কারণ সম্প্রতি তিনি কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছেন বলে খবর। এই সাক্ষাতের পরেই দলবদলের জল্পনা তুঙ্গে। বিগত কয়েক দিন ধরেই রাজনৈতিক মহলে খবর ঘুরপাক খাচ্ছিল যে কানহাইয়া কুমার কংগ্রেসে যোগ দিতে পারেন। এখন রাহুল গান্ধীর সঙ্গে তাঁর এই সাক্ষাৎ কৌতূহলের আগুনে ঘি ঢেলে দিল।
আরও পড়ুন- অসম রাইফেলসে রিক্রুটমেন্ট ব়্যালি শুরু হতে চলেছে
কানহাইয়া কুমারকে এক নামে চেনে গোটা দেশ। জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতাকে নিয়ে বিতর্ক কম হয়নি কিছু। যদিও নিজের স্বভাবসিদ্ধ ভঙ্গিমায় যুক্তিসঙ্গত কথা বার্তা দিয়ে তিনি নিজের জন্য আলাদাভাবে একটা ‘ফ্যান জোন’ তৈরি করে নিয়েছেন। যদিও রাজনৈতিক ময়দানে নামার পরে সেই ভাবে সাফল্য পাননি তিনি। ২০১৯ লোকসভা নির্বাচনে বিহারের বেগুসারাই থেকে নির্বাচন করেন কানহাইয়া কিন্তু প্রায় ৪ লক্ষের বেশি ভোটে হারের বিজেপি প্রার্থী গিরিরাজ সিং এর কাছে। তবে সম্প্রতি দলের সঙ্গে তার একাধিক ইস্যুতে দূরত্ব তৈরি হয়েছিল বলে সূত্রের খবর। এমনকি তাঁর আচরণ নিয়ে খুব একটা খুশি ছিল না দল। তাই এবার দলবদল জল্পনা ছড়িয়ে যেতেই আরো বেশি কৌতুহল তৈরি হয়েছে কানহাইয়া কুমারকে ঘিরে।
আরও পড়ুন- ভাবা অ্যাটোমিক রিসার্চ সেন্টারে নিয়োগ
রাজনৈতিক মহলের একাংশের অভিমত, এই ঘটনার পেছনে হাত থাকতে পারে প্রশান্ত কিশোরের কারণ কিছুদিন আগে তিনিও কংগ্রেস সাংসদ রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন। আসলে বিজেপির বিরুদ্ধে একজোট হতে গেলে সব বিরোধী দলকে একসঙ্গে আসতে হবে। দলের মতোই বিরোধী রাজনৈতিক ব্যক্তিত্বদের এক জায়গায় আনতে হবে কাউকে। সেই কাজটাই হয়তো করছেন প্রশান্ত কিশোর। সেই প্রেক্ষিতেই মনে করা হচ্ছে যে, কংগ্রেসে যোগ দিয়ে কানহাইয়া কুমার বিজেপি বিরোধী প্রচার করবে আরো জোর কদমে।