সাংসদ পদ হারাতে হবে কঙ্গনাকে? মান্ডি আসনে জয়ের বিরুদ্ধে মামলা হাইকোর্টে

নয়াদিল্লি: তাঁর নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে বিতর্ক৷ সম্প্রতি লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন তিনি৷ তবে এবার কি সাংসদ পদ খোয়াতে চলেছেন কঙ্গনা রানাওয়াত? কোনও কারণ ছাড়াই…

নয়াদিল্লি: তাঁর নামের সঙ্গেই জড়িয়ে রয়েছে বিতর্ক৷ সম্প্রতি লোকসভা নির্বাচনে জিতে সাংসদ হয়েছেন তিনি৷ তবে এবার কি সাংসদ পদ খোয়াতে চলেছেন কঙ্গনা রানাওয়াত? কোনও কারণ ছাড়াই গুরুতর সমস্যার মুখে পড়তে হল তাঁকে। সংশয়ে তাঁর সাংসদ পদ!

 

সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে হিমাচল প্রদেশের মান্ডি থেকে জিতে বিজেপির সাংসদ হয়েছেন বলিউডের অভিনেত্রী কঙ্গনা রানাউত। মান্ডি লোকসভা আসনে ৭৪,৭৫৫ ভোটে জয়ী হন কঙ্গনা৷ যিনি আবার ঠোঁটকাটা বলেও পরিচিত৷ কিন্তু সেই জয় নিয়েই পেলেন হিমাচল প্রদেশ হাই কোর্টের নোটিস! এবার তাঁকে সাংসদ পদ খোয়াতে হবে কিনা, তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

কঙ্গনার নির্বাচন বাতিল করার আবেদন জানিয়ে হাই কোর্টে গিয়েছেন হিমাচলের কিন্নর জেলার এক বাসিন্দা লায়করাম নেগি৷ তাঁর অভিযোগ, তিনি মান্ডি লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে চেয়েছিলেন৷ কিন্তু তাঁর মনোনয়নপত্র ‘অন্যায়ভাবে’ প্রত্যাখ্যান করা হয়। সেই যুক্তিতেই তাঁর দাবি, কঙ্গনার নির্বাচনও বাতিল করা হোক। আদালত তাঁর কথা শোনার পর কঙ্গনাকে নোটিস পাঠিয়েছে৷ বিচারপতি জ্যোৎস্না রাওয়াল ২১ অগাস্টের মধ্যে কঙ্গনার জবাব তলব করেছে৷