দেশজুড়ে চালু হোক ‘লাভ জিহাদ’ বিরোধী আইন, মুখ খুললেন কঙ্গনা

দেশজুড়ে চালু হোক ‘লাভ জিহাদ’ বিরোধী আইন, মুখ খুললেন কঙ্গনা

 

মুম্বই: বিবাহের নামে ধর্মান্তর বা লাভ জিহাদ নিয়ে বেশ কিছুদিন ধরেই উত্তপ্ত হয়ে উঠেছে দেশের রাজনৈতিক পরিস্থিতি। উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো কিছু রাজ্যে এই ধর্মীয় প্রতারণা রুখতে আনা হয়েছে আইনও। এই আইন নিয়েই এবার মুখ খুললেন বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত।

গতকালই রাজ্যপালের সম্মতিতে আইনের স্বীকৃতি পেয়েছে মধ্যপ্রদেশের ধর্মান্তর বিরোধী আইন (Anti-conversion law)। এই আইন আমাদের দেশের পক্ষে অত্যন্ত জরুরি একটি পদক্ষেপ, এমনটাই মত কঙ্গনা রানাওয়াতের। এদিন সাংবাদিকদের সামনে তিনি জানান, ‘এটা খুবই ভালো একটি আইন। কিন্তু আমার মনে হয় অনেকের এটা নিয়ে অনেক অসুবিধা হচ্ছে।’

নিজের বক্তব্যের মধ্যেই আইনের ব্যাখ্যাও করেন তিনি। বলেন, ‘যা স্বাভাবিক ভাবে হয়ে চলেছে এই আইন তার বিরুদ্ধে নয়, এই আইন সেসব ঘটনার বিরুদ্ধে যাঁরা এই আন্তর্ধর্মীয় বিবাহের নামে প্রতারিত হয়েছেন বা হয়ে থাকেন। এই সহজ কথাটা কিছু কিছু মানুষের মাথায় কেন ঢোকে না আমি জানি না।’ কঙ্গনা রানাওয়াত আরো বলেন, ‘এই ধরণের আইন তৈরি হওয়া উচিত। কোনো ধর্মের পরিবর্তনকে এভাবে ভালোবাসার মোড়কের মাধ্যমে উপস্থাপন করা উচিত নয়, আমার মনে সরকার অবশেষে এতদিনে একটা ভালো পদক্ষেপ নিয়েছে।’

বস্তুত কঙ্গনা রানাওয়াতের সঙ্গে মহারাষ্ট্র সরকারের বিবাদ এখন আর অজানা নেই কারোরই। রাজ্য সরকার বিরোধী নানা মন্তব্যের জন্য এর আগে একাধিকবার বিতর্কে জড়িয়েছেন অভিনেত্রী। মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে পরিচালিত মহারাষ্ট্রের শিবসেনা সরকারের সঙ্গে বিবাদের মাঝেই মধ্যপ্রদেশের বিজেপি সরকারের প্রশংসা শোনা গেল কঙ্গনা রানাওয়াতের গলায়।

উত্তরপ্রদেশের মতো ধর্মান্তরবিরোধী আইন আনার কথা দীর্ঘ দিন ধরেই ভাবা হচ্ছিল মধ্যপ্রদেশেও। শনিবার সেই সংক্রান্ত বিলটি রাজ্যপালের সম্মতি লাভ করে। এই নতুন আইনের মাধ্যমে এবার মধ্যপ্রদেশেও বিয়ে বা অন্য কোনো অজুহাতে ধর্ম পরিবর্তনে জোর করা হলে তা অপরাধ হিসেবে গণ্য হবে। এদিন এই আইনের বিষয়েই নিজের প্রতিক্রিয়া জানালেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *