‘কৃষক’দের আচরণে লজ্জায় মাথা হেঁট কঙ্গনার! ‘দেশদ্রোহী’ বলে তোপ অভিনেত্রীর

‘কৃষক’দের আচরণে লজ্জায় মাথা হেঁট কঙ্গনার! ‘দেশদ্রোহী’ বলে তোপ অভিনেত্রীর

65fe782b873ad0b5a9bcb7c361cd4625

নয়াদিল্লি: বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাওয়াত ভক্তকূলের পাশাপাশি সম্প্রতি সমালোচনাও কুড়িয়েছেন বহু মানুষের থেকে। মূলত বিভিন্ন বিষয়ে সোশ্যাল মিডিয়াকে হাতিয়ার করে তাঁর অতি সক্রিয়তাই বিরূপ সমালোচনার কারণ। কিন্তু নেটিজেনদের সমালোচনা হোক বা রাজনৈতিক মহলের হুমকি, কোনো কিছুতেই দমে যান নি বলিউডের ‘কন্ট্রোভার্সি ক্যুইন’ কঙ্গনা রানাওয়াত।

কেন্দ্র সরকারের কৃষি আইনের বিরুদ্ধে কৃষক আন্দোলনকে আক্রমণ করে দীর্ঘদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় মুখ খুলেছিলেন কঙ্গনা রানাওয়াত। এমনকি এ নিয়ে একাধিক বিতর্কেও জড়িয়েছেন তিনি। বরাবরই কৃষক আন্দোলনের বিপক্ষে গিয়ে কেন্দ্রীয় আইনের ভালো দিকগুলি প্রচার করতে দেখা গেছে অভিনেত্রীকে। আর তাই প্রজাতন্ত্র দিবসে কৃষকদের ট্র্যাক্টর মিছিলে যে হিংসার ছায়া দেখা গেছে তা নিয়ে এবার তুমুল সোচ্চার হয়েছেন তিনি।

কৃষকদের আচরণে প্রজাতন্ত্র দিবসের দিন গোটা বিশ্বের কাছে মাথা নীচু হয়ে গেছে ভারতের, সোশ্যাল মিডিয়ায় এমনটাই দাবি করেছেন কঙ্গনা। দেশের নাগরিক হিসেবে এই অশান্তির দায় তিনি নিয়েছেন নিজের ঘাড়েও। ট্যুইটার হ্যান্ডেলে লিখেছেন, “আমি ব্যর্থ হয়েছি।” কৃষকদের কীর্তিতে লজ্জায় তাঁর মাথা নত হয়ে গেছে বলেও জানিয়েছেন তিনি।

কৃষক আন্দোলনের হিংসাত্মক পরিণতি ঠেকাতে অনেক চেষ্টা করেছিলেন কঙ্গনা রানাওয়াত, জানিয়েছেন ট্যুইটারে। তিনি লিখেছেন, “আমি সবরকম ভাবে চেষ্টা করেছিলাম। কিন্তু ব্যর্থ হয়েছি। হয় তো আমি সমুদ্রের একটা বিন্দু মাত্র, কিন্তু আমার এই ব্যর্থতা প্রকাণ্ড। তেমনি অনুভব হচ্ছে আমার। দেশের ঐক্য সংহতি রক্ষায় আমি ব্যর্থ হয়েছি। লজ্জায় আমার মাথা হেঁট হয়ে যাচ্ছে।”

অন্নদাতা কৃষকদের আন্দোলনকে সমর্থন করে পাশে দাঁড়িয়েছিলেন প্রিয়াঙ্কা চোপড়া, দিলজিৎ দোশাঞ্ঝের মতো বলিউড তারকারা। তাঁদের বিরুদ্ধেও সরব হয়েছিলেন কঙ্গনা রানাওয়াত। এদিন রাজধানীর হিংসার ছবিতে আরো একবার নতুন করে সেসব তারকার কাছ থেকে জবাব চেয়েছেন তিনি। শুধু তাই নয়, আন্দোলনকারী কৃষকদের দেশদ্রোহী বলায় যাঁরা তাঁর সমালোচনা করেছিলেন তাঁদের প্রত্যেককে এবার দেশবিরোধী বলে অভিহিত করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *