ভারতীয় সেনার সঙ্গে আছি! চিনার বিরুদ্ধে ‘যুদ্ধ’ ঘোষণা কঙ্গনার, দেখুন ভিডিও

গালওয়ান ভ্যালিতে ভারতীয় সেনার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে চিনা সামগ্রী বয়কটের প্রসঙ্গ উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায়। কেন্দ্রের তরফেও একই সুর শোনা গিয়েছিল। এবার চিনা সামগ্রী বয়কটের ডাক দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। টুইটারে সেই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছে টিম কঙ্গনা রানাউত।

 

নয়াদিল্লি: গালওয়ান ভ্যালিতে ভারতীয় সেনার ওপর হামলার ঘটনাকে কেন্দ্র করে চিনা সামগ্রী বয়কটের প্রসঙ্গ উঠে এসেছিল সোশ্যাল মিডিয়ায়। কেন্দ্রের তরফেও একই সুর শোনা গিয়েছিল। এবার চিনা সামগ্রী বয়কটের ডাক দিলেন বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত। টুইটারে সেই সংক্রান্ত একটি ভিডিও শেয়ার করেছে টিম কঙ্গনা রানাউত।

সুশান্ত সিং রাজপুতের 'আত্মহত্যার' ঘটনায় বলিউড ইন্ডাস্ট্রির বিরুদ্ধেই মুখ খুলেছিলেন অভিনেত্রী কঙ্গনা রানাউত। এবার চিনা সামগ্রী বয়কটের কথা বললেন তিনি। শনিবার সকাল সাড়ে ন'টা নাগাদ টিম কঙ্গনা রানাউতের টুইটার হ্যান্ডেল থেকে একটি ভিডিও শেয়ার করা হয়েছে। সেখানে লাদাখে ভারতীয় জওয়ানদের ওপর হামলার ঘটনার তীব্র নিন্দা করে কঙ্গনা বলেছেন, 'যদি কেউ আমার আঙুল কাটার চেষ্টা করে তাহলে আমাদের কী রকম কষ্ট হবে? লাদাখের হামলার মাধ্যমে চিন আমাদের সেরকমই কষ্ট দিয়েছে। আমাদের ভূ-খণ্ডের এক এক ইঞ্চি জমির জন্য ২০ জন সেনা শহিদ হয়েছেন।'

এছাড়াও চিনের এই আগ্রাসনের জবাব দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, 'বাজারে যেসব চিনা সামগ্রী রয়েছে বা যেসব সংস্থায় তাদের বিনিয়োগ রয়েছে, যেখান থেকে তারা লাভবান হচ্ছে, সেই সমস্ত সামগ্রী বয়কট করুন। ভারত থেকে পাওয়া ওই লাভের অংশ থেকে অস্ত্র কিনে আমাদের সেনাদেরই শহিদ করে তারা। এই যুদ্ধে তবুও কি আমরা চিনের পাশে থাকব? আমাদের কি এটা কর্তব্য নয় যে, ভারতীয় সেনা ও সরকারের পাশে থাকি আমরা?'