‘নির্ভয়া’র মাকে পাশে থাকার আর্জি, দিল্লিতে ধর্না শুরু কামদুনি আন্দোলনকারীদের

‘নির্ভয়া’র মাকে পাশে থাকার আর্জি, দিল্লিতে ধর্না শুরু কামদুনি আন্দোলনকারীদের

kamduni

নয়াদিল্লি: রাজধানী দিল্লির যন্তরমন্তরের সামনে কিছুদিন আগেই তৃণমূলের তরফে ধর্না করা হয়েছিল। এবার সেখানে আরও একটি ধর্না চালু হল। না, এবার কোনও রাজনৈতিক ইস্যুতে নয়, সেখানে ধর্না শুরু করেছেন কামদুনি কাণ্ডের প্রতিবাদী মৌসুমী, টুম্পা কয়ালরা। গণধর্ষণ ও হত্যার ঘটনায় দোষীদের মৃত্যুদণ্ড মকুব করেছে কলকাতা হাইকোর্ট। তার বিরোধিতায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ আগেই হয়েছেন তারা। এবার দিল্লিতেই ধর্না শুরু। 

আজই দিল্লি গিয়ে জাতীয় মহিলা কমিশনে স্মারকলিপি জমা দিয়েছেন কামদুনি প্রতিবাদীরা। পরে টুম্পা এবং মৌসুমী কয়ালরা দেখা করেন নির্ভয়ার পরিবারের সঙ্গে। নির্ভয়ার মায়ের কাছে তাদের আর্জি, তিনি যেন এই আন্দোলনে শামিল হন, তাঁদের সঙ্গে ধর্নায় যোগ দেন। যদিও নির্ভয়ার মা এই ধর্না মঞ্চে যোগ দেবেন কিনা, সেই সম্পর্কে কিছু জানা যায়নি এখনও। তবে সন্ধ্যে থেকে পোস্টার হাতে অবস্থান বিক্ষোভ শুরু করেছেন মৌসুমীরা। 

এদিনই দিল্লিতে জাতীয় মহিলা কমিশনের চেয়ারপার্সন রেখা শর্মার সঙ্গে দেখা করেছে মৌসুমী, টুম্পারা স্মারকলিপি দেন। তাতে কামদুনির গোটা ঘটনা এবং নিম্ন আদালত কী রায় দিয়েছিল আর কলকাতা হাইকোর্ট থেকে কী নির্দেশ এসেছে, তার সবটাই জানানো হয়। এই বিষয়ে রাজ্য সরকারের ভূমিকা নিয়েও স্মারকলিপিতে সন্দেহ প্রকাশ করেছেন প্রতিবাদীরা। একই সঙ্গে মৌসুমী, টুম্পাদের বক্তব্য, কামদুনিকাণ্ডে অভিযুক্তেরা জেল থেকে মুক্তি পাওয়ায় গ্রামে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =