কালকা মেল হয়ে যাচ্ছে ‘নেতাজি এক্সপ্রেস’! নতুন ঘোষণা কেন্দ্রের

কালকা মেল হয়ে যাচ্ছে ‘নেতাজি এক্সপ্রেস’! নতুন ঘোষণা কেন্দ্রের

নয়াদিল্লি: সম্প্রতি কেন্দ্রের তরফে ঘোষণা করা হয়, এবার থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনকে ‘পরাক্রম দিবস’ হিসেবে পালন করা হবে গোটা দেশজুড়ে। এবার নেতাজিকে নিয়ে আরো একটি বড় ঘোষণা করলো কেন্দ্রীয় সরকার। রেল মন্ত্রকের তরফে জানানো হল, এবার থেকে হাওড়া-কালকা মেলের নাম পরিবর্তন করে ‘নেতাজি এক্সপ্রেস’ করা হয়েছে। ইতিমধ্যেই এই বিষয়ে টুইট করেছেন রেলমন্ত্রী পীযূষ গোয়েল। গতকালরেল বোর্ডের তরফে রেলের সমস্ত বিভাগের জেনারেল ম্যানেজারদের এই তথ্য জানিয়ে দেওয়া হয়েছে বলেও জানানো হয়েছে। অতএব নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিনের প্রাক্কালে আরো একটি বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার।

নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৫ তম জন্মদিনে গোটা রাজ্য জুড়ে পালিত হবে ‘দেশনায়ক দিবস’। তাই কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খুশি তা আগেই বোঝা গেছে। তিনি দাবি করেছিলেন, নেতাজির জন্মদিন ‘দেশনায়ক’ হিসেবে ঘোষণা করা উচিত ছিল কেন্দ্রের। কিন্তু তা করা হয়নি। এদিকে এখন কালকা মেল এর নাম পরিবর্তন করে ‘নেতাজি এক্সপ্রেস’ রাখায় রাজনৈতিক তরজা আদৌ হয় কিনা সে বিষয়ে জানতে গেলে কিছু সময় অপেক্ষা করতে হবে। যদিও বিরোধীদের দাবি, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের প্রাক্কালে নেতাজি সুভাষচন্দ্র বসুর নাম কে ব্যবহার করে বাঙালির আবেগ জেতার মরিয়া চেষ্টা চালাচ্ছে বিজেপি সরকার। সেই কারণেই এখন এই সব সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। যদিও কালকা মেলের নাম বদল ইস্যুতে রেলমন্ত্রক জানিয়েছে, গত ১৪ জানুয়ারি, হাওড়া-কালকা মেলের নাম বদলের প্রস্তাব আসে রেলমন্ত্রকের কাছে। সেই প্রস্তাব মেনেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এদিকে, নেতাজির জন্মদিনে জাতীয় ছুটি ঘোষণার দাবি তুলেছে পশ্চিমবঙ্গ সরকার৷ নেতাজিকে শ্রদ্ধা জানাতে ২৩ জানুয়ারিকে জাতীয় ছুটি ঘোষণার দাবি জানিয়ে ইতিমধ্যেই প্রধানমন্ত্রীর চিঠি লিখে হস্তক্ষেপ চেয়েছিলেন বাংলার মুখ্যমন্ত্রী৷ এই নিয়ে বঙ্গ রাজনীতিতে কম চর্চা হয়নি৷ এবার কেন্দ্রের তরফে ‘পরাক্রম দিবসে’র ঘোষণা এবং কালকা মেলের নাম পরিবর্তন যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + fifteen =