পাটনা: জনতা জাগলে কী হয় তা এবার হাড়ে হাড়ে টের পেলেন কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী অশ্বিনী চৌবে৷ ডেঙ্গু রোগীকে দেখতে গিয়ে হাসপাতালের বাইরে এবার কালিমালিপ্ত হলেন কেন্দ্রীয় মন্ত্রী৷
জানা গিয়েছে, আজ সকালে বিহারের পাটনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত রোগীদের দেখতে যান কেন্দ্রীয় মন্ত্রী৷ হাসপাতালে গিয়ে বেশ খানিকক্ষণ সময় কাটান৷ রোগীদের সঙ্গে কথা বলেন৷ চিকিৎসকদের সঙ্গে কথা বলার পর ফেরার পথে কালিমালিপ্ত হন মন্ত্রী অশ্বিনী চৌবে৷ অভিযোগ, সাংবাদিকদের মুখোমুখি হওয়ার সময় এক যুবক মন্ত্রীকে লক্ষ্য করে কালী ছুঁড়ে চম্পট দেন৷ মন্ত্রীর সাদা ধবধবে গাড়িতে লাগে কালী৷ যুবকের ছোড়া কালীতে আক্রান্ত হন মন্ত্রী স্বয়ং৷ জামা-কাপড়ে কালি লাগে মন্ত্রীর৷ বেশ খানিকটা কালী মন্ত্রীর মুখে এসে লাগে৷ পরিস্থিতির আকস্মিকতা ভুলে সংবাদমাধ্যমে মন্ত্রী জানান, এই কালি তাঁকে লক্ষ্য করে দেওয়া হয়নি৷ আদতে ভারতীয় গণতন্ত্রের উপর এই নিক্ষেপ করা হয়েছে৷
#WATCH Bihar: A man threw ink on Union Minister of State for Health & Family Welfare Ashwini Choubey while he was visiting dengue patients at Patna Medical College & Hospital. The man managed to escape. Minister says “Ink thrown on public, democracy and the pillar of democracy.” pic.twitter.com/gVxsfdLz8d
— ANI (@ANI) October 15, 2019
তবে মন্ত্রীর এই যুক্তি মানতে নারাজ স্থানীয়রা৷ তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে বিহারের পাটনায় ডেঙ্গুর আক্রমণ বেড়ে চলেছে৷ আর ডেঙ্গু নিয়ন্ত্রণে সরকার খুব একটা সদর্থক পদক্ষেপ নিচ্ছে না৷ আর সেই কারণেই এই হামলা বলে মনে করছেন পর্যবেক্ষক মহলের একাংশ৷ ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ৷