শপথ নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা, আসুন পরিচয় করি

শপথ নিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এনভি রামানা, আসুন পরিচয় করি

 

নয়াদিল্লি: দেশ জুড়ে ভয়াবহ করোনা পরিস্থিতির মাঝেই সুপ্রিম কোর্টের নয়া প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন এন ভি রামানা। সমস্ত কোভিড বিধি মেনে রাষ্ট্রপতি ভবনে তাকে শপথ বাক্য পাঠ করালেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। দেশের সর্বোচ্চ আদালতের ৪৮তম প্রধান বিচারপতি হলেন রামানা।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এস এ বোবদের কার্যকাল ছিল ২৩ এপ্রিল, ২০২১। অবসরের আগে প্রধান বিচারপতি পদের জন্য এন ভি রামানা-এর নাম সুপারিশ করেন বোবদে। নয়া প্রধান বিচারপতি হিসেবে ২৬ আগস্ট,২০২২ পর্যন্ত এই পদের দায়িত্ব পালন করবেন রামানা। ২০১৪ সালের ১৭ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে কাজ শুরু করার আগে দিল্লি হাইকোর্টের প্রধান বিচারপতি ছিলেন এন ভি রামানা।

শুক্রবার বিদায়ী প্রধান বিচারপতি এস এ বোবদে-এর সংবর্ধনা অনুষ্ঠানে রামানা বলেন, “একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা। কোভিডের বিরুদ্ধে লড়াই চলছে। বিচারপতি, আইনজীবী-সহ আদালতের অন্যান্য কর্মীরা করোনা আক্রান্ত হয়ে পড়ছেন। পরিস্থিতি মোকাবিলায় কড়া সিদ্ধান্ত নিতে হবে। সবাই মিলে আমরা করোনাকে পরাস্ত করতে পারব।”

প্রসঙ্গত, ১৯৮৩ সালে প্রথমবার আইনজীবী হিসেবে কাজ শুরু করেন রামানা। অন্ধ্রপ্রদেশ হাইকোর্ট, সেন্ট্রাল এন্ড অন্ধ্রপ্রদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইবুনাল এবং সুপ্রিম কোর্টে ফৌজদারি, দেওয়ানী, শ্রম, পরিষেবা, সাংবিধানিক ও নির্বাচন সংক্রান্ত বিষয়ের বিচারপতি হিসেবে কাজ করার অভিজ্ঞতা রয়েছে তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × five =