নয়াদিল্লি: গরু পাচার মামলায় ইডি তাকে গ্রেফতার করেছে। তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেন এখন তিহাড় জেলে বন্দি। তবে সিবিআই আদালতে মামলা চলার জন্য তাকে শুক্রবার অনলাইন হাজিরা দিতে হয়েছিল। আসানসোলের সিবিআই আদালতে চলা মামলার শুনানিতে তাকে দেখে একটি বিশেষ প্রশ্ন করেন বিচারক। তার কী উত্তর দিলেন সায়গল?
আরও পড়ুন: সুন্দরবন নিয়ে বড় তথ্য দিলেন মুখ্যমন্ত্রী, হচ্ছে একাধিক স্বাস্থ্যকেন্দ্রও
আসলে অনলাইন হাজিরায় দেখা যায় সায়গল হোসেনের দাড়ি আগের থেকে অনেক বেড়ে গিয়েছে। কেন এত দাড়ি বেড়েছে সেটাই জিজ্ঞাসা করেন বিচারক। জবাবে সায়গল জানিয়েছেন, ‘খুব ঠান্ডা। তাই কাটানো হয়নি।’ এই জবাব পেয়ে বিচারক আরও জানতে চান যে, জেলে তাকে কম্বল দেওয়া হয় কিনা। যার উত্তরে সায়গল জানান যে, দেওয়া হয়। তবে এটাও বলেন যে জেলের ভিতরেও ব্যাপক ঠান্ডা। এরপর আরও কিছু কথোপকথনের পর বিচারক সায়গলকে জানিয়ে দেন যে, তার জামিনের জন্য কেউ আবেদন করেননি। আর এই মামলার পরবর্তী শুনানি আগামী ২২ ডিসেম্বর।
একই ইস্যুতে তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলও গ্রেফতার হয়েছেন। তদন্তকারীরা ইতিমধ্যেই দাবি করেছেন যে, দু’জনের থেকেই বিপুল সম্পত্তির হদিশ মিলেছে। সায়গলের যে ১০০ কোটির বেশি সম্পত্তি আছে সেটাও দাবি করা হয়। গত মঙ্গলবার ইডির তরফে জানানো হয়েছিল, সায়গল হোসেনের প্রায় ১.৬ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। তারও আগে সিবিআই দাবি করেছিল, সায়গল হোসেনের কাছ থেকে প্রায় ১৫০ কোটি টাকার সম্পত্তির নথি উদ্ধার হয়েছে।