Aajbikel

১২২ বছরে উষ্ণতম জুলাই মাস! দেশের কোন অংশে বেশি প্রভাব

 | 
গরম

কলকাতা: চলতি বছরের আবহাওয়া নিয়ে আলাদা করে পড়াশুনা করা যাবে। এই বছর গরমের যে প্রভাব ছিল মার্চ মাসের শেষের দিক থেকে, তা অন্যান্য বছরের তুলনায় যে অনেক বেশি তা বলা যায়। দেশের প্রায় প্রতিটি রাজ্যেই গরমের প্রভাব ছিল মারাত্মক। কিন্তু এমন একটি অংশ আছে সেখানে শুধুমাত্র একটি মাসই বিরাট প্রভাব ফেলেছে উষ্ণতার নিরিখে। পরিসংখ্যান বলছে, এই মাসে দেশের একটি অংশে তাপমাত্রা সারা দেশের তুলনায় বেশি ছিল। তাহলে কোন মাস সেটি? 

কেন্দ্রীয় আবহাওয়া দফতর জানিয়েছে, জুলাই মাসে দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে তাপমাত্রা সারা দেশের তুলনায় বেশি ছিল। এমনকি গড় সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে জুলাইয়ে দেশের এই অংশ গত ১২২ বছরে উষ্ণতম ছিল। এর আগে ১৯০১ সালে এত বেশি তাপমাত্রা দেখা গিয়েছিল এই অংশে। হাওয়া অফিস বলছে, চলতি বছর এই অংশে সর্বোচ্চ, সর্বনিম্ন ও গড় তাপমাত্রা ছিল যথাক্রমে ৩৩.২৩, ২৫.৫৩ এবং ২৯.৩৮ ডিগ্রি সেলসিয়াস।প্রত্যেক ক্ষেত্রেই তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি ছিল। তবে তিনটি ক্ষেত্রে তাপমাত্রা স্বাভাবিকের থেকে কিছুটা বেশি হলেও তা উষ্ণতম তকমা পায়নি। শুধু গড় সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে জুলাই ছিল উষ্ণতম। 

আবার আন্তর্জাতিক নিরিখে এবারের জুলাই মাস গোটা বিশ্বে উষ্ণতম ছিল। গড় তাপমাত্রা ছিল ১৬.৯৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে, ২০১৯ সালের জুলাই মাস উষ্ণতম হিসেবে বিবেচিত হয়েছে। আবহবিদদের মতে, দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে জুলাইয়ে তাপমাত্রা তুলনামূলক ভাবে বেশি থাকার কারণ দেশের এই অংশে বৃষ্টিপাতও খুব কম হয়েছে। 

Around The Web

Trending News

You May like