নয়াদিল্লি: কয়েকজন কংগ্রেস কর্মী দারুন কাজ করেছেন কিন্তু আদতে কংগ্রেস করোনাভাইরাস পরিস্থিতিতে রাজনীতি করছে। এমন ভাষাতেই কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে আক্রমণ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি আরো বললেন, কয়েকজন কংগ্রেস নেতা ভালো কাজ করলেও দলের প্রথম সারির নেতাদের আচরণ তাদের সেই পরিশ্রম বৃথা করে দিয়েছে। কারণ আদতে কংগ্রেস নেতৃত্ব করোনাভাইরাস পরিস্থিতিতে ব্যাপক রাজনীতি করছে, ভুল খবর ছড়িয়ে দিয়ে পরিস্থিতি জটিল করতে চেয়েছে। তবে এর পাল্টা মন্তব্য করেছে কংগ্রেস নেতৃত্ব।
বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা বলছেন, করোনাভাইরাস পরিস্থিতিতে কংগ্রেস নেতৃত্ব যে ধরনের আচরণ করেছে তাতে তিনি অবাক হননি কিন্তু চমকে গিয়েছেন। তিনি আশা করেছিলেন যে করোনাভাইরাস পরিস্থিতিতে অন্তত কংগ্রেস সাধারণ মানুষের মধ্যে ভুল খবর ছড়িয়ে দিয়ে তাদের বিভ্রান্ত করবে না কিন্তু তারা আলোকে সেটাই করেছে এবং পরিস্থিতি আরো জটিল করতে চেয়েছে। এর পাশাপাশি ভ্যাকসিন ইস্যুতে কংগ্রেসকে একহাত নিয়েছেন তিনি। মন্তব্য করেছেন, দেশের অনেক বিজেপি শাসিত রাজ্য সাধারণ মানুষের কথা ভেবে বিনামূল্যে ভ্যাকসিন দেবে বলে সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেস শাসিত রাজ্যে ও জানো এই ধরনের সিদ্ধান্ত নেওয়া হয় এমন আশা রাখছেন তিনি।
যদিও বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার মন্তব্যের পাল্টা মন্তব্য করেছে কংগ্রেস নেতৃত্ব। বর্ষিয়ান কংগ্রেস নেতা তথা প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী পি চিদাম্বরম বলেছেন, ভুল তথ্য দিয়ে কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি না লিখে বিজেপির নেতৃত্ব উচিত দুই নোবেলজয়ীর লেখা পরা। সেটা পড়লেই সমস্ত ভ্রান্ত ধারণা স্পষ্ট হয়ে যাবে। উল্লেখ্য, সোমবার কংগ্রেসের ওয়ার্কিং কমিটি করোনা মোকাবিলায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও তাঁর নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের গাফিলতির কড়া সমালোচনা করে। তার পরেই বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে চিঠি লিখে আক্রমণ করলেন।