নয়াদিল্লি: করোনাভাইরাস দ্বিতীয় ঢেউ যে কাউকে রেয়াত করছে না, তা আরো একবার পরিষ্কার হয়ে গেল। সাংবাদিক মহলে ফের করোনার ছায়া দেখা দিল এবং মারা গেলেন স্বনামধন্য সাংবাদিক রোহিত সারদানা। গত সপ্তাহে করোনাভাইরাস আক্রান্ত হয়েছিলেন তিনি। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর।
করোনাভাইরাস আক্রান্ত হবার পর নিজেই সে কথা জানিয়েছিলেন রোহিত। তারপর থেকে টুইটের মাধ্যমে একাধিক মানুষকে সাহায্য করার চেষ্টা করে চলে ছিলেন তিনি। যদিও শেষ রক্ষা হল না। ধীরে ধীরে শারীরিক অবস্থার অবনতি হতে থাকে তাঁর। অবশেষে চিকিৎসাধীন থাকাকালিন হার্ট অ্যাটাকে মৃত্যু হল এই সাংবাদিকের। হরিয়ানায় জন্ম নেওয়া রোহিত সাংবাদিক মহলে বেশ জনপ্রিয় ছিলেন। ‘জি নিউজে’ থাকাকালীন তিনি ‘তাল ঠোক কে’ বলে একটি শো পরিচালনা করতেন যা ব্যাপক জনপ্রিয় হয়। পরবর্তী ক্ষেত্রে ‘আজ তাক’ সংবাদ চ্যানেলে যোগ দিয়ে তিনি ‘দঙ্গল’ নামে নতুন শুরু করেন, সেটিও বেশ জনপ্রিয় ছিল। তাঁর মারা যাওয়ার খবর প্রকাশ্যে আসতেই শুধুমাত্র দেশের সাংবাদিক মহল নয়, রাজনৈতিক মহলেও শোকের ছায়া ধরা পড়েছে।
अब से थोड़ी पहले @capt_ivane का फ़ोन आया।उसने जो कहा सुनकर मेरे हाथ काँपने लगे।हमारे मित्र और सहयोगी रोहित सरदाना की मृत्यु की ख़बर थी।ये वाइरस हमारे इतने क़रीब से किसी को उठा ले जाएगा ये कल्पना नहीं की थी।इसके लिए मैं तैयार नहीं था।ये भगवान की नाइंसाफ़ी है..
ॐ शान्ति— Sudhir Chaudhary (@sudhirchaudhary) April 30, 2021
জনপ্রিয় এই সাংবাদিকের মৃত্যুতে শোক প্রকাশ করে টুইট করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে একাধিক রাজনৈতিক ব্যক্তিত্ব থেকে শুরু করে সংবাদমাধ্যমের একাধিক কর্মী এবং সাংবাদিক শোক প্রকাশ করেছেন রোহিত সারদানার মৃত্যুতে। উল্লেখ্য, ২০১৮ সালে ‘গণেশ বিদ্যার্থী’ পুরস্কার পেয়েছিলেন রোহিত সারদানা।
Pained to learn about Shri Rohit Sardana ji’s untimely demise. In him, the nation has lost a brave journalist who always stood up for unbiased and fair reporting. May God give his family the strength to bear this tragic loss. My deepest condolences to his family and followers.
— Amit Shah (@AmitShah) April 30, 2021