বিজেপিতে যোগ ১০ বিধায়কের, সরকার গঠনের পথে গেরুয়া শিবির

নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন সিকিমের বিরোধী দলের ১০ বিধায়ক৷ আর এই দলবদলের সৌজন্যে সিকিমের প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে বিজেপি৷ আজ দিল্লির পার্টি অফিসে দাঁড়িয়ে সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের ১০ বিধায়ক বিজেপিতে নাম লেখান৷ বিজেপি কার্যকরী সভাপতি জে পি নাড্ডা ও সাধারণ সম্পাদক রাম মাধব তাঁদের হাতে সদস্যপদ তুলে দেন৷ সিকিম বিধানসভায় সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের

বিজেপিতে যোগ ১০ বিধায়কের, সরকার গঠনের পথে গেরুয়া শিবির

নয়াদিল্লি: বিজেপিতে যোগ দিলেন সিকিমের বিরোধী দলের ১০ বিধায়ক৷ আর এই দলবদলের সৌজন্যে সিকিমের প্রধান বিরোধী দলের মর্যাদা পেতে চলেছে বিজেপি৷ আজ দিল্লির পার্টি অফিসে দাঁড়িয়ে সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের ১০ বিধায়ক বিজেপিতে নাম লেখান৷

বিজেপি কার্যকরী সভাপতি জে পি নাড্ডা ও সাধারণ সম্পাদক রাম মাধব তাঁদের হাতে সদস্যপদ তুলে দেন৷ সিকিম বিধানসভায় সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের ১৩ বিধায়ক ছিলেন৷ তাঁদের মধ্যে ১০ জন দলবদল করায় প্রধান বিরোধী দলের মর্যাদা পাচ্ছে বিজেপি৷ উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্যে কোথাও প্রধান দল, কোথাও শরিক হিসেবে সরকারি দল এখন বিজেপি৷ এতদিন হাতছাড়া ছিল সিকিম৷

১০ বিধায়কের দলবদলে সিকিমে সরকার গড়ার দিকে একধাপ এগল বিজেপি৷ তবে, আপাতত বিরোধী দলের মর্যাদা নিয়েই শান্ত থাকতে হচ্ছে বিজেপিকে৷ এক্ষেত্রে দলবদলের সমস্যায়ও থাকছে না৷ কেননা, দলের দুই তৃতীয়াংশ বা তার বেশি সংখ্যক বিধায়ক অন্য দলে যোগ দিলে দলত্যাগী আইনে তা কার্যকর হয় না৷

মোট ৩২ আসনের এই বিধানসভায় সিকিম ডেমোক্র্যাটিক ফ্রন্টের দখলে ছিল ১৫টি আসন৷ পবন চামলিং ও আরও ২ বিধায়ক ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে জোড়া আসনে জেতেন৷ ফলে, মোট বিধায়ক সংস্থা ১৩৷ সিকিম ক্রান্তিকারী মোর্চার হাতে রয়েছে ১৭টি আসন৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 + 3 =