দিল্লির নিজামুদ্দিনে জামাত, দিল্লি পুলিশের বিরুদ্ধে নয়া বিদ্রোহ জেএনইউ পড়ুয়াদের

দিল্লির নিজামুদ্দিনে জামাত, দিল্লি পুলিশের বিরুদ্ধে নয়া বিদ্রোহ জেএনইউ পড়ুয়াদের

নয়াদিল্লি:  তবলিঘি জামাতের বিরুদ্ধে করা এইআফআর প্রত্যাহারের দাবিতে সোচ্চার জেএইইউ-র একদল মুসলিম ছাত্র (এমএসজে)৷ রিপালবিলক টিভি’র রিপোর্ট অনুযায়ী, ‘এফআইআর প্রত্যাহার করা হোক’-এই পোস্টারে ছেয়ে গিয়েছে জেএনইউ৷  

গত ২৭ মার্চ নিজামুদ্দিনের মরকজ থেকে করোনা আক্রান্ত সন্দেহ ছয় জনকে হাসপাতালে নিয়ে যাওয়ার পরই ঘটনাটি প্রকাশ্যে আসে৷ ওই ছয়জনকে কোয়ারেন্টাইনে পাঠানো হয়৷ ২৯ তারিখ মরকজ খালি করার কাজ শুরু করে পুলিশ৷ মঙ্গলবার থেকে টানা ৩৬ ঘণ্টার অপারেশন চালিয়ে ফাঁকা করা হয় নিজামুদ্দিন৷ দিল্লির বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে তাঁদের৷ জানা গিয়েছে, ওই মসজিদে থাকা ২৪ জনের করোনা পজিটিভ৷

এদিন সকালের মধ্যে মোট ২,১১৩ জনকে বার করে আনা হয়েছে৷ যার মধ্যে ১৫০০ জনকে রাখা হয়েছে কোয়ারেন্টাইনে৷ বাকিদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ সরকারি নির্দেশ লঙ্ঘনের অভিযোগে মৌলনা সাদ সহ তবলিঘি জামাতের বাকি সদস্যদের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ২৬৯, ২৭১ এবং ১২০-বি ধারায় এপিডেমিক ডিজাস্টার অ্যাক্ট ১৮৯৭ অনুযায়ী মামলা রুজু করা হয়েছে৷ এই ঘটনার পরই তবলিঘি জামাত সদস্যদের বিরুদ্ধে আনা মামলা প্রত্যাহারের দাবিতে সোচ্চার হন জেএনইউ-র মুসলিম ছাত্ররা৷

অন্যদিকে, এই পোস্টারের নিন্দায় সরব হয়েছে জেএনইউ-র অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ৷ এবিভিপি’র পক্ষ থেকে বলা হয়, করোনার বিরুদ্ধে যখন গোটা দেশ লড়াই করছে, তখন এক দল মানুষ নিজেদের ক্ষুদ্র স্বার্থ সিদ্ধিতে ব্যাস্ত৷ অভিযোগ, জেএনইউ-র এই মুসলিম ছাত্ররা সরকারি নির্দেশ পালনেও বাধা সৃষ্টি করছে৷

করোনা পরিস্থিতিতে সরকারি নির্দেশ উপেক্ষা করেই দক্ষিণ দিল্লির নিজামুদ্দিনের একটি মসজিদে একসঙ্গে ঠাসাঠাসি করে ছিলেন দুই হাজারের বেশি মানুষ৷  প্রোটোকল ভেঙে মার্চের মাঝামাঝি দক্ষিণ দিল্লির ওই ঘনবসতিপূর্ণ এলাকার মসজিদে জমায়েতের ডাক দিয়েছিল তবলিঘি জামাত। ওই জমায়েতে সামিল হন দেশ বিদেশের বহু মানুষ৷ আমন্ত্রিত ছিলেন মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, সৌদি আরব এবং কিরঘিজস্তানের নাগরিকেরাও। কিন্তু লকডাউন শুরু হওয়ায় তাঁরা কেউই দেশে ফিরতে পারেননি৷ ২৯ মার্চ দিল্লি পুলিশ ওই মরকজ খালি করার কাজ শুরু করে৷ পয়লা এপ্রিল ভোর ৪টের মধ্যে খালি করে দেওয়া হয় তবলিঘি জামাতের ভবন৷ এফআইআর দায়ের করা হয় তবলিঘি দামাতের বিরুদ্ধে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + fourteen =