নয়াদিল্লি: দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র আন্দোলন এবার জন আন্দোলনে পরিণত হতে চলেছে৷
শনিবার দিল্লির মান্ডি হাউস থেকে সংসদ ভবন পর্যন্ত রাস্তায় হেঁটে যাবেন কয়েক হাজার মানুষ৷ মূল দাবি, শিক্ষা প্রতিষ্ঠান গুলির ফি-বৃদ্ধি আটকাতে হবে, জে এন ইউ এর মত যে প্রতিষ্ঠান গুলির ফি-বেড়েছে, সেগুলির ফি-কমাতে হবে৷
সারা ভারতবর্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলিকে টাকা রোজগার করার লাভজনক ব্যবসায় পরিণত করতে চাইছে কেন্দ্রীয় সরকার৷ সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধেই এই মিছিল বের হবে৷ কিছুদিন আগেই ছাত্রছাত্রীদের সংসদ ভবন যাত্রায় ব্যাপক লাঠি চালিয়েছে দিল্লি পুলিশ৷ সারা দেশ দেখেছে সেই দৃশ্য৷ রক্তাক্ত ছাত্রছাত্রীরা রাস্তায় পড়ে রয়েছে৷ এবারও কী সেই পরিস্থিতি তৈরি হবে? প্রশ্ন ওঠে গিয়েছে৷
শুক্রবারই গুজরাটের পতিদার নেতা হার্দিক প্যাটেল ছাত্রদের সমর্থন করেছেন৷ বলেছেন, ছাত্রদের এই আন্দোলন তাঁদের নিজেদের জন্য নয়৷ তারা জওহরলাল নেহরু বিশ্ব বিদ্যালয়ের জন্য লড়াই করেছে৷ এই বিশ্ববিদ্যালয়কে ধ্বংস করার একটা প্রচেষ্টা চলছে৷ মোদী জমানায়, ছাত্রদের ঝুটা জাতীয়তাবাদী এবং ধর্মীয় চেতনায় উদ্বুদ্ধ করে নষ্ট করে দেওয়া হচ্ছে৷ এটা একটা বৃহত্তর ষড়যন্ত্র৷
তবে শুধুই জে এন ইউ – নয়, সারা ভারতের আইআইটি, দিল্লি বিশ্ববিদ্যালয়, উত্তরাখন্ড আয়ুর্বেদিক কলেজও একই সমস্যায়৷ শিক্ষার দর বাড়ছে দরদর করে৷ সারা ভারতের অনেক শিক্ষপ্রতিষ্ঠান এই সমস্যায় জর্জরিত৷ আন্দোলনের এই জায়গা থেকেই এসএফআই এর দাবি খসড়া জাতীয় শিক্ষা নীতি মারাত্মক বিপদ৷ মধ্যবিত্তের শিক্ষার অধিকার কেড়ে নেবে এই নীতি৷ সেই কারণেই ২৪ নভেম্বর, এই পদযাত্রা৷ এই যাত্রায় শুধুই ছাত্ররা নয়, নাগরিক সমাজ এবং প্রাক্তন ছাত্রদেরও আহ্বান জানানো হয়েছে৷