উঠে যেতে বসেছে জেট এয়ারওয়েজ, আরও কমছে পরিষেবা

নয়াদিল্লি : কমতে কমতে জেটের বিমানের সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৫। তাদের মোট বিমান ১১৯টি। প্রবল অর্থসঙ্কটে জেরবার জেট বিমানের উড়ান কমাতে বাধ্য হয়েছে। বসিয়ে দেওয়া হচ্ছে একের পর এক বিমান। এখন তাদের বিদেশে উড়ানের যোগ্যতা নিয়ে খতিয়ে দেখছে অসামরিক বিমান পরিবহনমন্ত্রক। জানুয়ারি থেকে দফায় দফায় ৫৪টি বিমান বসানো হয়েছিল। মঙ্গলবার বসানো হয়েছে আরও ১৫টি। জেটে

8f8175abff127285eba8cb9a22357d37

উঠে যেতে বসেছে জেট এয়ারওয়েজ, আরও কমছে পরিষেবা

নয়াদিল্লি : কমতে কমতে জেটের বিমানের সংখ্যা এখন দাঁড়িয়েছে ১৫। তাদের মোট বিমান ১১৯টি। প্রবল অর্থসঙ্কটে জেরবার জেট বিমানের উড়ান কমাতে বাধ্য হয়েছে।

বসিয়ে দেওয়া হচ্ছে একের পর এক বিমান। এখন তাদের বিদেশে উড়ানের যোগ্যতা নিয়ে খতিয়ে দেখছে অসামরিক বিমান পরিবহনমন্ত্রক। জানুয়ারি থেকে দফায় দফায় ৫৪টি বিমান বসানো হয়েছিল। মঙ্গলবার বসানো হয়েছে আরও ১৫টি। জেটে টাকা কীভাবে জোগাড় করা যায়, তা নিয়ে আলোচনা করছে জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষ এবং সরকারি ব্যাঙ্কগুলি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *