Aajbikel

বিপুল টাকা আর্থিক তছরুপের অভিযোগ, গ্রেফতার 'জেট এয়ারওয়েজ' কর্তা

 | 
জেট

নয়াদিল্লি: কানাড়া ব্যাঙ্কের সঙ্গে আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গয়াল। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। শুক্রবার রাতে মুম্বই থেকে নরেশ গয়ালকে দীর্ঘক্ষণ জেরার পর আর্থিক তছরুপ প্রতিরোধ আইনে গ্রেফতার করা হয়। শনিবারই তাঁকে বিশেষ পিএমএলএ আদালতে পেশ করা হবে।  

ইডি সূত্রে খবর, কিছুদিন আগেই জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গয়াল, তাঁর স্ত্রী অনিতা গয়াল ও সংস্থার বেশ কয়েকজন প্রাক্তন কর্তার বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছিল আর্থিক তছরুপের অভিযোগে। অন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআই এই অভিযোগ দায়ের করে। তার ভিত্তিতেই এই গ্রেফতারি। সব মিলিয়ে মোট ৫৩৮ কোটি টাকা তছরুপের অভিযোগ উঠেছে তাঁদের বিরুদ্ধে। কানাড়া ব্যাঙ্কের সঙ্গে এই প্রতারণা করা হয়েছে বলেই দাবি। এফআইআর-এ উল্লেখ আছে, ব্যাঙ্কের তরফে জেট এয়ারওয়েজকে ৮৪৮.৮৬ কোটি টাকার ঋণ ও ক্রেডিট লিমিট দেওয়া হয়েছিল। এর মধ্যে ৫৩৮.৬২ কোটি টাকাই এখনও দেওয়া বাকি। 

Around The Web

Trending News

You May like