JEE, CDS, NEET কবে? অনিশ্চয়তা কাটানোর আর্জি মুখ্যমন্ত্রীর

JEE, CDS, NEET কবে? অনিশ্চয়তা কাটানোর আর্জি মুখ্যমন্ত্রীর

নয়াদিল্লি:  দীর্ঘ লকডাউনে অনিশ্চয়তার দোলাচলে হাজার হাজার পরীক্ষার্থীর ভাগ্য৷ করোনা পরিস্থতিতে স্থগিত হয়ে গিয়েছে জয়েন্ট এনট্রান্স এগজাম (জেইই), ন্যাশনাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট (নিট), কম্বাইন্ড ডেফেন্স সার্ভিসের মতো একাধিক পরীক্ষা৷ এখনও জানা যায়নি নতুন পরীক্ষার তারিখ৷ স্বভাবতই ভবিষ্যত নিয়ে চিন্তায় পড়েছেন অগণিত পরীক্ষার্থী ও তাঁদের অভিভাবকরা৷ পরীক্ষার তারিখ নিয়ে এই অনিশ্চয়তা দূর করতে সোমবার কেন্দ্রীয় সরকারকে দ্রুত পদক্ষেপ করার আর্জি জানালেন হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর৷

সোমবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পৌরহিত্যে অনুষ্ঠিত ভিডিও বৈঠকে হরিয়ানার মুখ্যমন্ত্রী বলেন, করোনা সংকটে সম্ভাব্য যে কোনও পরিস্থিতির জন্য প্রস্তুত রাজ্য সরকার৷ নিরাপত্তা বজায় রেখেই অর্থনীতিকে সচল করতে সবরকম চেষ্টা চালাচ্ছে রাজ্য সরকার৷ কী ভাবে হরিয়ানা সরকার কোভিড-১৯ সংক্রমণের মোকাবিলা করছে, তুলে ধরেন সেই খতিয়ানও৷ পাশাপাশি প্রবেশিকা পরীক্ষা নিয়ে অনিশ্চয়তা দূর করার আবেদনও জানান খট্টর৷

ন্যদিকে, সোমবারই কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়নমন্ত্রী রমেশ পোখরিয়াল ‘নিশঙ্ক’ জানিয়েছিলেন পরিস্থিতি স্বাভাবিক হলেই জেইই মেন এবং নিট প্রবেশিকা পরীক্ষার তারিখ ঘোষণা করা হবে৷ এর আগে মে মাসের শেষ থেকে জুনের মধ্যে পরীক্ষা হওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি৷ তিনি জানান, সমস্ত রাজ্যের শিক্ষামন্ত্রীরা মঙ্গলবার মানবসম্পদ উন্নয়ন মন্ত্রকের সঙ্গে রাজ্য পর্যায়ে যেসব সমস্যা রয়েছে তা নিয়ে আলোচনা করবে এবং আলোচনার পর যে সিদ্ধান্ত নেওয়া হবে তা রাজ্যস্তরে সমস্ত পড়ুয়াদের কাছে পৌঁছে দেওয়া হবে।

নিট ২০২০ এগজাম- মেডিক্যালের এমবিবিএল, বিডিএস, বিএএমএস, বিএসএমএস, বিইউএমএস, বিএইচএমএস কোর্সের জন্য ন্যাশনাল এলিজিবিলিটি অ্যান্ড এনট্রান্স টেস্ট (নিট) পরীক্ষার আয়োজন করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি (এনটিএ)৷ পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী, নিট ২০২০ পরীক্ষা হওয়ার কথা মে মাসের শেষ সপ্তাহে৷ এই সময়ের মধ্যে প্রার্থীদের তাঁদের পরীক্ষার কেন্দ্র পরিবর্তন করার ছাড়পত্র দিয়েছে এনটিএ৷ 

 সিডিএস ২০২০ এগজাম- ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত কম্বাইন্ড ডিফেন্স সার্ভিস এগজামিনেশন (সিডিএস) হওয়ার কথা ছিল ২৩ মার্চ ২০২০৷ করোনা পরিস্থিতিতে স্থগিত রয়েছে সিডিএস৷ ইউপিএসসি’র অফিসিয়াল ওয়েবসাইট upsc.gov.in. –এ এখনও পর্যন্ত পরীক্ষার নতুন তারিখ ঘোষণা করা হয়নি৷ 

জেইই ২০২০২ এগজাম- খুব সম্ভবত জেইই মেন ২০২০ পরীক্ষা হবে আগামী জুন মাসে৷ যদিও অফিসিয়াল ওয়েবসাইটে এখনও নতুন তারিখ জানায়নি এনটিএ৷ তবে ৩ মে বিকেল ৫টা পর্যন্ত পরীক্ষা কেন্দ্র বদলের সুযোগ রয়েছে পরীক্ষার্থীদের কাছে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × two =