নিজের রক্ত দিয়ে প্রসূতি ও সদ্যজাতর প্রাণ বাঁচালেন জওয়ান

শ্রীনগর: নিজের রক্তদান করে প্রসূতি ও সদ্যজাতর প্রাণ বাঁচালেন সিআরপি জওয়ান৷ ভারতীয় জওয়ানের এই কৃতিত্ব সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। ভারতীয় সেনার তরফেও ওই জওয়ানকে কুর্নিশ জানানো হয়েছে৷ জানা গিয়েছে, প্রসব যন্ত্রণা নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গুলশনের ২৫ বছরের এক মহিলা৷ সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মা ও সন্তানের প্রাণহানির আশঙ্কাও তৈরি হয়৷ প্রয়োজন

নিজের রক্ত দিয়ে প্রসূতি ও সদ্যজাতর প্রাণ বাঁচালেন জওয়ান

শ্রীনগর: নিজের রক্তদান করে প্রসূতি ও সদ্যজাতর প্রাণ বাঁচালেন সিআরপি জওয়ান৷ ভারতীয় জওয়ানের এই কৃতিত্ব সাড়া ফেলেছে নেট দুনিয়ায়। ভারতীয় সেনার তরফেও ওই জওয়ানকে কুর্নিশ জানানো হয়েছে৷

জানা গিয়েছে, প্রসব যন্ত্রণা নিয়ে সম্প্রতি হাসপাতালে ভর্তি হয়েছিলেন গুলশনের ২৫ বছরের এক মহিলা৷ সন্তান প্রসবের সময় অতিরিক্ত রক্তক্ষরণের জেরে মা ও সন্তানের প্রাণহানির আশঙ্কাও তৈরি হয়৷ প্রয়োজন হয় রক্তের৷ উপায় না দেখে কাশ্মীরে সিআরপির হেল্পলাইন দ্বারস্থ হয় প্রসূতির পরিবার৷ পরিবারের আবেদনে সাড়া দেন ৫৩ নম্বর ব্যাটেলিয়নের কনস্টেবল গোহিল শৈলেশ৷ রক্তদান করে ওই মহিলা ও তাঁর সদ্যজাত সন্তানের প্রাণ বাঁচান তিনি৷

এই ঘটনার পর সিআরপির টুইটার হ্যান্ডলে গোটা ঘটনা তুলে ধরা হয়৷ ওই জওয়ান ও সদ্যজাত শিশুটির ছবি পোস্ট করে লেখা হয়, ‘রক্তের সম্পর্ক গড়ে উঠল৷’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × two =