নয়াদিল্লি: ফের রণক্ষেত্রের চেহারা নিল জহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয়৷ রক্তারক্তি কাণ্ড এবার জেএনইউ ক্যাম্পাসে৷ ছাত্র আন্দোলনের নেত্রী ঐশী ঘোষের ওপর হামলা৷ হামলার অভিযোগ আরএসএসপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে৷ ছাত্রী হোস্টেল ঢুকে জেএনইউয়ের ছাত্র সংসদের সভানেত্রী তথা বাংলার মেয়ে ঐশী ঘোষকে মেরে মাথা ফিটিয়ে দেওয়া হয়েছে৷ সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের মধ্যে তাণ্ডব চালানোর ঘটনা৷
জানা গিয়েছে, আজ সন্ধ্যায় হঠাৎ ছাত্রী হোস্টেলে ঢুকে যায় একদল যুবক৷ লাঠিসোটা হাতে, মুখে কাপড় বাঁধা অবস্থায় ক্যাম্পাসের মধ্যে ঢুকে তাণ্ডব শুরু করে ওই বাহিনী৷ ভাঙ্গা হয় ক্যাম্পাসের বিভিন্ন আসবাবপত্র৷ একইসঙ্গে ছাত্রী হোস্টেল হামলা চালানো হয়৷ হামলার ঘটনায় জেএনইউয়ের ছাত্রী ঐশী আক্রান্ত হন৷ লোহার রড দিয়ে ঐশীর মাথা ফাটিয়ে দেওয়া হয়৷ রক্তাক্ত অবস্থায় ঐশী-সহ বেশ কয়েকজন ছাত্রীকে হাসপালাতে ভর্তি করানো হয়৷ এইমসের ট্রমা সেন্টারে ঐশী-সহ জখম ছাত্রীদের ভর্তি করা হয়েছে৷
হাসপাতালে দাঁড়িয়ে ছাত্র সংসদের সভানেত্রী ঐশী জানান, ‘‘এবিভিপি আমাদের উপর হামলা চালিয়েছে৷ হোস্টেলে ঢুকে আমাদের উপর আক্রমণ করা হয়েছে৷ আমার মাথায় লোহার রড দিয়ে আঘাত করা হয়েছে৷ বেশ কয়েকজন ছাত্রী৷ আতঙ্কিত তাঁরা৷ আমার কষ্ট হচ্ছে৷ কথা বলতে পারছি না৷’’ ছাত্রীদের হোস্টেলের ঢুকে হামলার অভিযোগ উড়িয়ে দিয়েছে এবিভিপি৷ জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয়ে হামলার ঘটনায় কোনও ভাবেই যুক্ত নয় এবিভিপি৷ প্রথমে তাঁদের উপর হামলা করা হয়েছে বলে পাল্টা অভিযোগ তুলেছে এবিভিপি৷ গোটা ঘটনায় ফের তপ্ত হয়ে উঠেছে জাতীয় রাজনীতি৷
#WATCH Delhi: Jawaharlal Nehru University Students’ Union president & students attacked by people wearing masks on campus. ‘What is this? Who are you? Step back, Who are you trying to threaten?… ABVP go back,’ can be heard in video. (note: abusive language) pic.twitter.com/gYqBOmA37c
— ANI (@ANI) January 5, 2020