তাহেরের পাশে জাভেদ আখতার, শিল্পীর ‘মুখোশ’ টানলেন বাবুল সুপ্রিয়

তাহেরের পাশে জাভেদ আখতার, শিল্পীর ‘মুখোশ’ টানলেন বাবুল সুপ্রিয়

c876c75edda5db59c9c085f40ed63b76

মুম্বই: দিল্লিতে সংঘর্ষে ইতিমধ্যে ৪৩ জনের মৃত্যু হয়েছে৷ হিংসা ছড়ানোর দায় উঠেছে বেশ কয়েকজনের নাম৷ নাম জড়িয়েছে আপ নেতা তাহির হোসেনের নাম৷ দায়ের হয়েছে এফআইআর৷ কিন্তু, কেন শুধুমাত্র তাহিরের নামে দায়ের করা হল হয়েছে অভিযোগ? শুধু কি তাঁর নামের জন্য? মুসলিম বলেই কী এই পদক্ষেপ? এমনই প্রশ্ন তুললেন বলিউডের সঙ্গীতকার জাভেদ আখতার৷ এবার সেই জাভেদ আখতারকে তীব্র ভাষায় আক্রমণ করলেন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়৷

টুইটারে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় লিখেছেন, ‘‘দিল্লির ঘটমনা দুঃখজনক৷ আর এই ঘটনার মধ্য দিয়ে জাভেদ আখতার তাঁর সাম্প্রদায়িক মনোভাব প্রকাশ্যে করেছেন৷ ভালোই হয়েছে, তাঁর মুখোশ খুলে গেল৷ মুখোশ খুলে যাওয়ায় আপনাকে চিনতে সুবিধা হল৷’’

শুক্রবার তাহির হোসেনের পাশে দাঁড়িয়ে  টুইটে করেন জাভেদ আখতার৷ প্রশ্ন তোলেন পুলিশের ভূমিকা নিয়ে৷ এরপর নেটিজেনদের কটাক্ষের শিকার হন জাভেদ আখতার৷ অনেকেই অভিযোগ করেন, তাহের হোসেনকে আড়াল করার চেষ্টা করছেন জাভেদ আখতার৷ এরপরে নিজের অবস্থান স্পষ্ট করে ফের টুইট করেন৷ তিনি টুইট করে জানান, আমি কখনই বলিনি তাহেরের নামে কেন এফআইআর করা হল। আমি বলেছি, এই সংঘর্ষে অনেক নেতার নাম উঠে এসেছে। তবে শুধু তাহেরের নামে এফআইআর দায়ের করা হল কেন? এই এফআইআর কি শুধু তার নামের জন্য করা হয়েছে।