সুইস ব্যাংকে গচ্ছিত টাকায় গুণতে হবে কর, ঐতিহাসিক রায় ITAT-র

সুইস ব্যাংকে গচ্ছিত টাকায় গুণতে হবে কর, ঐতিহাসিক রায় ITAT-র

b9c3df2db551a866f0953eee491fb943

নয়াদিল্লি: সুইস ব্যাংকের অ্যাকাউন্টে গচ্ছিত টাকার জন্যও এবার গুনতে হবে ট্যাক্স৷ এই সংক্রান্ত একটি মামলায় ঐতিহাসিক রায় দিল ইনকাম ট্যাক্স অ্যাপিলান্ট ট্রাইবুনাল (আইটিএটি), মুম্বই৷ সুইস ব্যাংকে থাকা ব্যক্তিগত ১৯৬ কোটি টাকার জন্য  অ্যকাউন্টহোল্ডারকে কর দিতে হবে বলে জানাল ট্রাইবুনাল৷ 

সুইস ব্যাংকে অ্যাকাউন্ট রয়েছে রেণুটি থারানি নামে এক মহিলার৷ ২০০৬ সালের ২৯ জুলাই ট্যাক্স ফাইলিংয়ের সময় তিনি জানিয়েছিলেন, তাঁর বার্ষিক উপার্জন ১.৭০ লক্ষ টাকা৷ কিন্তু বিদেশের ব্যাংকে গচ্ছিত এই মোটা অঙ্কের টাকার জন্য এবার তাঁকে কর গুণতে হবে বলে জানিয়ে দিল আইটিএটি৷ থারানির আবেদনও ট্রাইবুনালে খারিজ হয়ে গিয়েছে৷ ট্রাইবুনাল সাফ জানিয়েছে, এর আগে খারানি তাঁর বার্ষিক আয়ের যে হিসাব দেখিয়েছিলেন, সুইস ব্যাংকে সঞ্চিত অর্থ তার চেয়ে ১১,৫০০ গুণ বেশি৷ এইচএসবিসি প্রাইভেট ব্যাংকে (সুইস) তাঁর যে অ্যাকাউন্ট রয়েছে, তা প্রমাণও রয়েছে আইটিএটি-র কাছে৷ 

আয়কর বিভাগের জারি করা নোটিশের জবাবে সুইস ব্যাংকে থাকা অ্যাকাউন্টের কথা অস্বীকার করেছিলেন থারানি৷ এমনকী এই বিষয়টি যাচাই করতে চাইলেও বাধা দেন তিনি৷ কিন্তু আয়কর বিভাগের রেকর্ড অনুযায়ী, ৩,৯৭,৩৮,১২২ মার্কিন ডলারের সম্পত্তির উপর কর ফাঁকি দিয়েছেন এই করদাতা৷ এর পরেই আয়কর আইনের ১৪৮ নম্বর ধারায় থারানিকে শো-কজ নোটিশ পাঠানো হয়৷ 

২০০৬ সালে তিনি জানিয়েছিলেন, তাঁর বার্ষিক উপার্জন ১.৭০ লাখ টাকা৷ কিন্তু ২০১৪ সালে তাঁর আয়কর ফাইলটি পুনরায় মূল্যায়ন করার সিদ্ধান্ত নেওয়া হয়৷ বেশ কিছু প্রশ্ন উত্থাপিত হয়েছিল তদন্তকারীদের মনে৷ সেই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়েই এই কালোটাকার খোঁজ পায় আয়কর বিভাগ৷ ট্রাইবুনালের এদিনের এই ঐতিহাসিক সিদ্ধান্তের পর সরকারের কাছে সুইস ব্যাংকে থাকা কালো টাকা উদ্ধার করার পথ প্রশস্ত হল বলেই মনে করা হছে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *