Aajbikel

সেলফিতে মজে ভারতের সৌরযান! ঘুরতে ঘুরতে ছবি তুলল পৃথিবী ও চাঁদের

 | 
সৌরযান

বেঙ্গালুরু: সেলফির মোহে বুঁদ ভারতের প্রথম সৌরযান। গন্তব্যে পৌঁছানোর আগেই পথমাঝে সেলফি তুলল আদিত্য এল-১। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছে ভারতীয় মহাকাশ সংস্থা ইসরো। তবে শুধু নিজের ছবিই নয়, সেইসঙ্গে পৃথিবী এবং চাঁদেরও ছবি তুলে পাঠিয়েছে এই মহাকাশযান। যে চাঁদের পিঠে এখন ঘুমে মগ্ন তার পরিবারেরই এক সদস্য চন্দ্রযান-৩ এর ল্যান্ডার এবং রোভার৷ 

বৃহস্পতিবার ইসরো তাদের এক্স প্রোফাইল থেরে সৌরযানের সেই সেলফি পোস্ট করেছে। সেই ছবিতে ধরা পড়েছে ভিসিবল এমিসন লাইন করোনাগ্রাফ (ভিইএলসি) এবং 'সোলার আল্ট্রাভায়োলেট ইমেজিং টেলিস্কোপ' (এসইউআইটি)৷ এই দুটি যন্ত্র রয়েছে ভারতের প্রথম সৌরযান আদিত্য এল১-এ। নিজের গায়ে লাগানো ক্যামেরা দিয়েই এই সেলফি তুলেছে সৌরযান।

সেই সঙ্গে মহাকাশে ভাসমান পৃথিবী এবং চাঁদের ছবিও তুলেছে ভারতের এই সৌরযান। তাতে ধরা পড়েছে ঘন কালো আকাশে আলোয় উদ্ভাসিত পৃথিবীর একদিক। তার ডানদিকে দেখা গিয়েছে একটি চলমান বিন্দু। সেটি হল চাঁদ৷ তেমনটাই জানিয়েছে ইসরো৷ পৃথিবীকে প্রদক্ষিণ করার মুহূর্ত ধরা পড়েছে আদিত্যর ক্যামেরায়।

গত ২ সেপ্টেম্বর অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটা থেকে সূয্যিমামার দেশে পাড়ি দেয় সৌরযান আদিত্য এল১। এখনও পর্যন্ত পৃথিবীর চারিদিকে দু'বার চক্কর কাটা হয়ে গিয়েছে তার। সূর্যের ল্যাগ্রেঞ্জ পয়েন্ট এল১-এ পৌঁছনোর আগে, আরও দু'বার গতি বাড়িয়ে চক্কর কাটবে সে। ১২৫ দিন পর গন্তব্যে পৌঁছে কাজ শুরু করবে ভারতের এই সৌরযান।

Around The Web

Trending News

You May like