চাঁদের পিঠে গোল গোল ঘুরেই চলেছে প্রজ্ঞান, কিসের খোঁজে আবর্তন? ভিডিয়ো দেখাল ইসরো

চাঁদের পিঠে গোল গোল ঘুরেই চলেছে প্রজ্ঞান, কিসের খোঁজে আবর্তন? ভিডিয়ো দেখাল ইসরো

Pragyan

বেঙ্গালুরু: চাঁদের দক্ষিণমেরুতে গুটি গুটি পায়ে হেঁটে বেরাচ্ছে রোভার ‘প্রজ্ঞান’৷ তুলছে একের পর এক ছবি৷ সেই ছবি পৃথিবীতেও পাঠাচ্ছে সে৷ সেই সঙ্গে চাঁদের মাটিতে নানা সময়ে নানা রূপেও দেখা যাচ্ছে চন্দ্রযানের রোভারকে। তবে বৃহস্পতিবার প্রজ্ঞানের যে কর্মকাণ্ডের ভিডিয়ো ইসরো প্রকাশ করেছে, তেমনটা আগে কখনও দেখা যায়নি। চাঁদের পিঠে চক্রাকারে ঘুরেই চলেছে প্রজ্ঞান। গোল গোল ঘুরতে ঘুরতেই চালাচ্ছে অনুসন্ধান।

ইসরোর তরফে যে ভিডিয়োটি টুইট করা হয়েছে, তাতে দেখা গিয়েছে চাঁদের ধূসর মাটিতে ঘুরে বেরাচ্ছে প্রজ্ঞান৷ প্রথমে ঘড়ির কাঁটার দিকে এক পাক ঘুরে সামনের দিকে কিছুটা দূর এগিয়েছে প্রজ্ঞান। তার পর দাঁড়িয়ে আবার এক পাক ঘুরে নেয় সে। ইসরোর তরফে জানানো হয়েছে, নিরাপদ পথে রাখতেই বেঙ্গালুরুর অফিস থেকে রোভারটিকে ঘোরানো হয়েছিল। প্রজ্ঞানের থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে থাকা ল্যান্ডার বিক্রমের ক্যামেরায় ধরে পড়েছে সেই ছবি৷ গত ২৯ অগাস্ট রোভারটিকে ঘোরানো হয়েছিল। বৃহস্পতিবার সেই ভিডিয়োটিই পোস্ট করে ইসরো।

এই ভিডিয়োটি পোস্ট করার সঙ্গে সঙ্গে ইসরোর তরফে লেখা হয়েছে, ‘‘মনে হচ্ছে কোনও শিশু যেন চাঁদের পিঠে খেলা করছে, আর দূরে দাঁড়িয়ে সেই খেলা দেখছে তার মা।’’ এর আগে বুধবার রোভারের ক্যামেরা দিয়ে তোলা ল্যান্ডারের একটি ছবি প্রকাশ করেছিল ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা। ওই ছবিটি বুধবার ধরা পড়েছিল  প্রজ্ঞানের নেভিগেশন ক্যামেরায়। ছবিটিকে ‘অভিযানের সেরা ছবি’ (ইমেজ অফ দ্য মিশন) বলেও উল্লেখ করে ইসরো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × five =