Aajbikel

চাঁদের মাটি থেকে প্রথম ভিডিও প্রকাশ! কী করছে 'প্রজ্ঞান'

 | 
rover

নয়াদিল্লি: বিশ্ব মঞ্চে ইতিহাস সৃষ্টির পর চাঁদের মাটিতে আপাতত পুরোদমে কাজে ব্যস্ত ইসরো। ল্যান্ডার বিক্রম নামার পর নিজের মতো কাজ শুরু করেছে সে। ইতিমধ্যেই তার অন্তস্থল থেকে বেরিয়ে এসে চাঁদের মাটি ছুঁয়েছে রোভার প্রজ্ঞানও। সেই অবতরণের ভিডিও প্রকাশ করেছে ইসরো। আর এটাই চাঁদের দক্ষিণ মেরু থেকে পাওয়া প্রথম কোনও ভিডিও। এও এক অন্য নজির। 

ইসরো সোশ্যাল মাধ্যমে যে ভিডিও শেয়ার করেছে তাতে দেখা যাচ্ছে, বিক্রমের ভিতর থেকে ধীরে ধীরে বেরিয়ে এসে চাঁদের মাটিতে নামছে রোভার প্রজ্ঞান। এই অবতরণের ভিডিও করেছে বিক্রমের সুনির্দিষ্ট ক্যামেরা। গত ২৩ আগস্ট ভারতীয় সময় সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদের দক্ষিণ মেরুতে সফল ভাবে অবতরণ করে চন্দ্রযান-৩। তারপর থেকে একাধিক ছবি প্রকাশ পেলেও ভিডিও এই প্রথম। যা দেখে আশ্চর্য হচ্ছে সকলেই। প্রসঙ্গত, চাঁদের মাটি ছোঁয়ার পর পরই ছবি তুলেছিল ল্যান্ডার বিক্রম। সেই ছবি নাসা প্রকাশও করেছিল। 

চাঁদের দক্ষিণ মেরু এতদিন ধরে অনাবিষ্কৃত ছিল। ভারতই প্রথম চাঁদের দক্ষিণ মেরুতে মহাকাশযান অবতরণ করাল। পাশাপাশি চাঁদের মাটিতে মহাকাশযান সফলভাবে নামানোর দেশগুলির তালিকায় চতুর্থ স্থানে জুড়ে গিয়েছে ভারতের নাম। এর আগে এই কৃতিত্ব ছিল কেবল আমেরিকা, রাশিয়া এবং চিনের। এখন চাঁদ থেকে ভারত কী কী তথ্য পায়, সেটাই দেখার। 
 

Around The Web

Trending News

You May like