লক্ষ্যের খুব কাছে আদিত্য এল১, ল্যাগ্রাঞ্জিয়ান-১ পয়েন্টে প্রবেশের দিন চূড়ান্ত, আশায় ইসরো

লক্ষ্যের খুব কাছে আদিত্য এল১, ল্যাগ্রাঞ্জিয়ান-১ পয়েন্টে প্রবেশের দিন চূড়ান্ত, আশায় ইসরো

নয়াদিল্লি: হাতের মুঠোয় চাঁদ পেয়েছে ইসরো৷ সফল ভাবে চাঁদের মাটি ছুঁয়েছে চন্দ্রযান-৩৷ এবার লক্ষ্য সূর্য ৷ মিশন আদিত্য এল১ সফল হবে বলেই আশায় বুক বেঁধেছেন বিজ্ঞানীরা৷ ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার তরফে জানানো হয়েছে, আদিত্য এল ওয়ানের স্পেসক্রাফ্ট তার চূড়ান্ত পর্যায়ে রয়েছে।  

ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, সূর্যের গবেষণায় ইসরোর পাঠানো স্পেস ক্রাফ্ট চূড়ান্ত পর্বের দিকে এগোচ্ছে। সৌর জগতের অধিপতির খোঁজখবর নিতেই আসরে নেমেছে আদিত্য-এল-১৷ এই অভিযান সফল হলে সৌরঝড়ের আগাম পূর্বাভাস দিতে সক্ষম হবে ইসরো। পাশাপাশি সূর্যের আবহাওয়া পরিবর্তনের প্রভাব সম্পর্কেও ওয়াকিবহাল হতে পারবে৷ ইসরো জানিয়েছে, এলওয়ান পয়েন্টে প্রবেশের আগে যে বিশেষ কৌশল বা ‘ম্যানুভার’ প্রয়োজন রয়েছে, তা ২০২৪ সালের ৭ জানুয়ারি শেষ হতে চলেছে। এস সোমনাথ জানিয়েছেন, ‘‘আদিত্য তার নিজের পথে এগিয়ে যাচ্ছে। এটি তার চূড়ান্ত পর্বে পৌঁছে গিয়েছে।’ তাঁর কথায়, ‘সম্ভবত ৭ জানুয়ারির মধ্যে, এলওয়ান পয়েন্টে প্রবেশের কাজ সম্পন্ন করবে।’ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *