বায়ু সেনার নিখোঁজ বিমানের সন্ধানে নামল ইসরো

নয়াদিল্লি: পেরিয়ে গিয়েছে ৫৫ ঘণ্টারও বেশি সময়৷ এখনও খোঁজ নেই বায়ুসেনার এএন-৩২ বিমানের৷ সোমবার দুপুরে আট জন বিমানকর্মী ও পাঁচ জন যাত্রী নিয়ে অসমের জোরহাটে উড়ান শুরু করে বিমানটি৷ অরুণাচল প্রদেশের শি-ইয়োমি জেলার মেচুকা উপত্যকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বিমানটির৷ কিন্তু, উড়ান শুরু হওয়ার৩৩ মিনিট পরেই নিখোঁজ হয়ে যায় বিমানটি৷ পরে বিমাটির খোঁজে শুরু

বায়ু সেনার নিখোঁজ বিমানের সন্ধানে নামল ইসরো

নয়াদিল্লি: পেরিয়ে গিয়েছে ৫৫ ঘণ্টারও বেশি সময়৷ এখনও খোঁজ নেই বায়ুসেনার এএন-৩২ বিমানের৷ সোমবার দুপুরে আট জন বিমানকর্মী ও পাঁচ জন যাত্রী নিয়ে অসমের জোরহাটে উড়ান শুরু করে বিমানটি৷ অরুণাচল প্রদেশের শি-ইয়োমি জেলার মেচুকা উপত্যকার উদ্দেশে রওনা হওয়ার কথা ছিল বিমানটির৷

কিন্তু, উড়ান শুরু হওয়ার৩৩ মিনিট পরেই নিখোঁজ হয়ে যায় বিমানটি৷ পরে বিমাটির খোঁজে শুরু হয় অভিযান৷ পর্বতসঙ্কুল এলাকায় শুরু হয় তল্লাশি৷ রাতভর তল্লাশির পরও বিমান ও যাত্রীদের কোনও হদিশ মেলেনি৷ আজ ফের অভিযান শুরু হলেও মেলেনি খোঁজ৷ বিমানটির খোঁজ পেতে রিস্যাট সিরিজের রেডার ইমেজিং স্যাটেলাইটগুলির সাহায্য নিচ্ছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + four =