এবার ইসরোর গবেষণায় ‘নাক গলাবে’ বেসরকারি সংস্থা, করবে বিনিয়োগ!

এবার ইসরোর গবেষণায় ‘নাক গলাবে’ বেসরকারি সংস্থা, করবে বিনিয়োগ!

নয়াদিল্লি:  প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনের ক্ষেত্রে এবার মেক ইন ইন্ডিয়া নীতির উপর জোর দিল কেন্দ্র৷ এদিন চতুর্থ দফার বৈঠকে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন জানিয়েছেন, এখন থেকে আর অস্ত্রশস্ত্র বিদেশ থেকে আমদানি করা হবে না৷ অস্ত্র যাতে দেশেই তৈরি করা যায়, তার উপর জোর দেবে সরকার৷ একই সঙ্গে মহাকাশ গবেষণা সংস্থা ইসরোর পরিকাঠামোয় বড়সড় সংস্কারও ঘোষণা করেছেন অর্থমন্ত্রী৷

অর্থমন্ত্রী জানিয়েছেন, এখন থেকে বেসরকারি সংস্থাগুলি ইসরোর পরিকাঠামোয় ব্যবহার করতে পারবে৷ একই সঙ্গেল মহাকাশ গবেষণার সফর ভাগাভাগি করারও সুযোগ পাবে বেসরকারি সংস্থা৷
সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রী জানিয়েছেন, ইসরো দেশের গর্ব৷ ইসরোর গর্ব বাড়াতে এখন থেকে বেসরকারি সংস্থা উদ্ভাবনী শক্তি ব্যবহার করা হবে৷ ইসরোর সম্পদ, প্রযুক্তি ব্যবহার করতে পারবে তারা৷ বেসরকারি উদ্যোগে মহাকাশ গবেষণারও সুযোগ দেওয়া হবে৷ মহাকাশ গবেষণায় যোগ দিতে বেসরকারি সংস্থাগুলি৷ তবে, সেক্ষেত্রে থাকবে কিছু গাইডলাইন৷ তথ্য আদান-প্রদানের পরিসর বাড়াবে বলেও জানিয়েছেন অর্থমন্ত্রী৷

অন্যদিকে, প্রতিরক্ষা খাতে বিদেশি বিনিয়োগের হার আরও বাড়ানোর কথা ঘোষণা করেন অর্থমন্ত্রী। ৭৪ শতাংশ পর্যন্ত বিদেশি বিনিয়োগে ছাড়পত্র দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷ বর্তমানের ৪৯ শতাংশ থেকে বাড়িয়ে ৭৪ শতাংশ এফডিআইয়ের পক্ষে কেন্দ্র৷ সেইসঙ্গে আয় বাড়াতে বাজারে ছাড়া হবে অর্ডিন্যান্স ফ্যাক্টরির শেয়ার৷

এদিন অর্থমন্ত্রী জানান, প্রতিরক্ষা সরঞ্জামের স্পেয়ার পার্টস আমদানি করতে প্রতি বছর প্রচুর অর্থ ব্যায় হয়। কিন্তু এ বার থেকে সেগুলিও দেশে উৎপাদনের ব্যবস্থা করা হবে। তিনি আরও জানান, ‘‘অর্ডিন্যান্স ফ্যাক্টরিগুলির কর্পোরেটাইজেশন করা হবে৷ কর্পোরেটাইজ মানেই প্রাইভেটাইজ করা নয়। বরং আরও পেশাদার করে তোলাই এর লক্ষ্য৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 1 =