Aajbikel

বেদ থেকেই আধুনিক বিজ্ঞানের উৎপত্তি! দাবি ISRO চেয়ারম্যানের

 | 
isro

নয়াদিল্লি: মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে মহাঋষি পাণিনি সংস্কৃত এবং বৈদিক বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন ইসরো চেয়ারম্যান এস সোমনাথ। সেই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তিনি বললেন, আধুনিক বিজ্ঞানের উৎপত্তিই হয়েছে বেদ থেকে। সেখান থেকেই আদতে বিজ্ঞান সম্পর্কে ধারনা এসেছে। এক কথায় তিনি দাবি করেন, বিজ্ঞানের মূল কথা বেদের মধ্যেই ছিল। কিন্তু তা সত্ত্বেও তা এখনও স্বীকৃতি পায় না কেন, তার ব্যাখ্যাও করেছেন তিনি। 

এস সোমনাথ বলেন, সংস্কৃত ভাষার নিজস্ব কোনও লিপি ছিল না। বেদের শিক্ষা গ্রহণ করা হত মূলত কান এবং হৃদয় দিয়ে। অনেক পরে সংস্কৃতের জন্য দেবনগরী হরফ ব্যবহার হওয়া শুরু হয়। তাই বলা যায়, ভাষাগত সমস্যার কারণেই বেদে উল্লিখিত বিজ্ঞানের সূত্র বাকি বিশ্বের কাছে পৌঁছাতেই পারেনি। কিন্তু তাঁর স্পষ্ট দাবি, বীজগণিত, বর্গমূল, সময়ের ধারণা, স্থাপত্যের গোড়ার কথা... এইসবই ছিল বেদে। সবকিছুর ধারনা বেদ অনেক আগেই দিয়েছিল। ইসরো চেয়ারম্যান আরও বলেন, আধুনিক বিশ্ব বহু সময় পরে এগুলি খুঁজে পায়। 

এক্ষেত্রে তাঁর স্পষ্ট কথা, পশ্চিমি দুনিয়া আজ নিজেকে আধুনিক সভ্যতার জনক বলে মনে করে। কিন্তু এটি আদ্যপ্রান্তভাবে ভুল ধারনা। তারা আজ যে কথা বলছে তা বহু আগেই বলে গিয়েছে বেদ। শুধুমাত্র সময়ের খেলায় তা মানুষের কাছে আগে পৌঁছয়নি। কিন্তু উন্নত বিশ্ব বেদ থেকেই এইসবের জ্ঞান নিয়েছে এবং এখনও তা নিয়ে গবেষণা করে চলেছে।      

Around The Web

Trending News

You May like