ভারতের টিকাকরণ রেকর্ডে মুগ্ধ ইজরায়েল! প্রশংসা প্রধানমন্ত্রীর

ভারতের টিকাকরণ রেকর্ডে মুগ্ধ ইজরায়েল! প্রশংসা প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: মাত্র ২৭৯ দিনে টিকাকরণে ১০০ কোটির মাইলফলক পার করেছে ভারতবর্ষ৷ আপাতত বিশ্বের আর কোনও দেশ এই নজির গড়তে পারেনি৷ নিঃসন্দেহে সাফল্যের ইতিহাস লিখেছে মোদী সরকার৷ আর প্রেক্ষিতে আগেই ভারতের প্রশংসায় পঞ্চমুখ হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এবার ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভূয়সী প্রশংসা করলেন টিকাকরণ ইস্যুতে।

ভারতের এই সাফল্যে রীতিমত উচ্ছ্বসিত ইজরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেট। তিনি বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তিনি সাধুবাদ জানাচ্ছেন সফল টিকাকরণ অভিযানের নেতৃত্ব দেওয়ার জন্য। এখনও পর্যন্ত দেশের ১০০ কোটি মানুষ ভ্যাকসিন পেয়েছেন এটাই এককভাবে বিরাট ব্যাপার। তিনি বিশ্বাস করেন, এইভাবে করোনা ভাইরাসের বিরুদ্ধে মানুষ একজোট হলেই সব সমস্যার সমাধান হবে। উল্লেখ্য, ইজরায়েলের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বহুদিনের। আগের প্রধানমন্ত্রী নেতানিয়াহুও নরেন্দ্র মোদীর ভাল বন্ধু ছিলেন। সেই সম্পর্ক বজায় রাখতে মরিয়া ইজরায়েল। প্রসঙ্গত, আগেই এই ইস্যুতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট করে ধন্যবাদ জ্ঞাপন করে জানিয়েছেন, ভারত ইতিহাস লিখেছে। ১৩০ কোটির ভারতবাসীর যৌথ প্রচেষ্টা সফল আর ভারতীয় বিজ্ঞানীদের বিরাট সাফল্য। চিকিৎসক, স্বাস্থ্যকর্মী এবং সেই সকল মানুষকে আন্তরিক অভিনন্দন যারা এই সাফল্য অর্জন করতে দেশেকে সাহায্য করেছে।

জানা গিয়েছে, লালকেল্লায় এই উপলক্ষে জনপ্রিয় গায়ক কৈলাস খেরের একটি গান ও একটি ভিডিও লঞ্চ করা হবে। সেটি লঞ্চ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। এছাড়াও ১ হাজার ৪০০ কেজি ওজনের একটি পতাকা উত্তোলন করা হবে লালকেল্লায়, বলে সূত্রের খবর। আরও জানা গিয়েছে, এই উপলক্ষে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে। আবার, টিকাকরণের রেকর্ডকে স্মরণীয় করে রাখতে বিশেষ তথ্যচিত্র প্রকাশ করবেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। দল হিসাবে বিজেপিও কেন্দ্রীয় সরকারের এই সাফল্যের ব্যাপকভাবে প্রচার করার সিদ্ধান্ত নিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eight + 9 =